রাজীব মামলায় গুরুতর নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের সারদা তদন্তে পাওয়া তথ্যের রিপোর্ট “অত্যন্ত গুরুতর।” এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট মঙ্গলবার সিবিআইকে দশদিনের মধ্যে রাজীব কুমারের বিরুদ্ধে আবেদন জমা দিতে বলেছে। মুখবন্ধ খামে মঙ্গলবার জমা দেওয়া সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে অনেক কিছু আছে যা অত্যন্ত গুরুতর। সুপ্রিম কোর্ট বলেছে, তারা চোখ বুঁজে বসে থাকতে পারে না। রাজীব কুমারকে সিবিআইয়ের

36d6bdb9a47d44b93af1b36a788b0120

রাজীব মামলায় গুরুতর নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : তাঁর বিরুদ্ধে সিবিআইয়ের সারদা তদন্তে পাওয়া তথ্যের রিপোর্ট “অত্যন্ত গুরুতর।” এই মন্তব্য করে সুপ্রিম কোর্ট মঙ্গলবার সিবিআইকে দশদিনের মধ্যে রাজীব কুমারের বিরুদ্ধে আবেদন জমা দিতে বলেছে। মুখবন্ধ খামে মঙ্গলবার জমা দেওয়া সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্টে অনেক কিছু আছে যা অত্যন্ত গুরুতর। সুপ্রিম কোর্ট বলেছে, তারা চোখ বুঁজে বসে থাকতে পারে না। রাজীব কুমারকে সিবিআইয়ের রিপোর্টের জবাব সাতদিনের মধ্যে জমা দিতে বলেছে তারা। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে বিচারপতি দীপক গুপ্তা এবং বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। সিবিআই তাদের রিপোর্টে জানিয়েছে, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এবং কলকাতা পুলিশের জমা দেওয়া জিনিসপত্রে গুরুতর গোলমাল রয়েছে। তারা যে সিডি জমা দিয়েছে, তা খালি। পুলিশ অফিসাররাও তদন্তে সহযোগিতা করেননি। গত ৩ ফেব্রুয়ারি রাজীব কুমারের লাউডন স্ট্রিটের বাড়িতে যাওয়া নিয়ে সিবিআই-পুলিশ সংঘাত বাঁধে। তারপরই আদালত অবমাননার অভিযোগ দায়ের হয় শীর্ষ আদালতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *