কলকাতা: টালা ব্রিজে লরি থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক কেবল ভোটের সময় ব্যবহারের জন্যই আনা হচ্ছিল না। তা দিয়ে কলকাতায় নাশকতার সম্ভাবনাও ছিল। তদন্তে নেমে এমন তথ্য পুলিসের হাতে এসেছে। কিন্তু কাদের মাধ্যমে তা করানোর পরিকল্পনা করা হয়েছিল, তা স্পষ্ট নয়। সেই কারণে তা নিয়ে খোঁজখবর শুরু হয়েছে। কোন জঙ্গি গোষ্ঠীর হাতে এই বিস্ফোরক পাঠানো হতো, সেই তথ্য সংগ্রহের কাজ চলছে।
চলতি বছরের মার্চ মাসে টালা ব্রিজে বিস্ফোরক ভর্তি একটি লরি ধরা পড়ে। তা থেকে বিপুল পরিমাণ পটাসিয়াম নাইট্রেট উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় লরির চালক ও খালাসিকে। ট্রাকটি ওড়িশা থেকে আসছিল। প্রাথমিকভাবে অফিসাররা জানতে পারেন, ভোটের আগে এই বিস্ফোরক আনা হচ্ছিল বোমা তৈরির জন্য। ধরা পড়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা বোমা মুস্তাফা ওরফে মুস্তাফা শেখ। এছাড়াও ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দু’টি সংস্থার নাম জড়ায় এই ঘটনায়। তাদের কাছ থেকেই বিস্ফোরক কেনা হয়েছিল। কিন্তু শুধুই কি নির্বাচনের সময় ব্যবহারের জন্য, নাকি বিস্ফোরক আনার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা নিয়ে খোঁজখবর শুরু করেন তদন্তকারী অফিসাররা।