কমিশনের আশ্বাস থাকলেও আতঙ্কের ছাপ ভোট কর্মীদের মুখে

রাত পোহালেই রাজ্যের দুই কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। তার আগেও আতঙ্কের ছাপ ভোট কর্মীদের মুখে। এতো কিছুর পরও কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন ভোট কর্মীরা। এদিনও তাঁরা নিরাপত্তার দাবি করে প্রতিটি বুথে নিরাপত্তা বাহিনী চেয়েছেন। একই চিত্র দেখা গিয়েছে কোচবিহারেও। নির্বাচন কমিশনের সমস্ত প্রস্তুতির পরও সেখানে

7964ce754fbf5f69027a408fbd5a84cf

কমিশনের আশ্বাস থাকলেও আতঙ্কের ছাপ ভোট কর্মীদের মুখে

রাত পোহালেই রাজ্যের দুই কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে। তার আগেও আতঙ্কের ছাপ ভোট কর্মীদের মুখে। এতো কিছুর পরও কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট গ্রহণ কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন ভোট কর্মীরা। এদিনও তাঁরা নিরাপত্তার দাবি করে প্রতিটি বুথে নিরাপত্তা বাহিনী চেয়েছেন।

একই চিত্র দেখা গিয়েছে কোচবিহারেও। নির্বাচন কমিশনের সমস্ত প্রস্তুতির পরও সেখানে কেন্দ্রীয় বাহিনী ছাড়া নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন ভোট কর্মীরা। গত পঞ্চায়েত নির্বাচনের প্রসঙ্গ টেনে তারা নির্বাচনের দিন সরকারের প্রহসনের চিত্রটা তুলে ধরতে চান নির্বাচন কমিশনের কাছে। রাজ্য সরকারের পুলিশের ওপর মোটেই নির্ভর করতে পারছেন না তাঁরা। এখনও তাঁদের তাড়া করে বেড়াচ্ছে সেই আতঙ্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *