কলকাতা: বাংলায় স্বচ্ছ এবং নিরপেক্ষ ভোট পরিচলনার লক্ষ্যে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং সিসিটিভির নজরদারির দাবি তুলল বিজেপি। রবিবার বিজেপির সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে এই বার্তা দিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।
তাঁর দাবি, গত ১১ এপ্রিল কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের নির্বাচনে তৃণমূলের দুষ্কৃতীরা ব্যাপক গুন্ডাগিরি করেছে। বিগতদিনে বিধানসভা উপনির্বাচনে কিংবা পঞ্চায়েত ভোটে এ রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। স্বভাবতই ইতিহাস বলছে, পশ্চিমবঙ্গের জন্য জাতীয় নির্বাচন কমিশন বিশেষ নজর না দিলে এখানে অবাধ ও নিরপেক্ষ ভোট কার্যত অসম্ভব।