কলকাতা: ‘এসো হে বৈশাখ এসো’। চৈত্রের পাতাঝরা দিন পেরিয়ে পয়লা বৈশাখের শুভ আগমন। বাঙালির নববর্ষ। আর পয়লা বৈশাখ মানেই মায়ের পায়ের সিঁদুর ছোয়ানো স্বস্তিক আঁকা চিহ্নের লাল মলাটের খাতা। মায়ের মন্দিরে পুজো দিয়ে বছরের প্রথমদিনে যে খাতার সূচনা ব্যবসায়ীদের।
আপামোর বাঙালির কাছে যা ‘হালখাতা’ নামেই পরিচিত। হালখাতার জন্য ফি বছর পয়লা বৈশাখের দিন সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসায়ীরাও লাল মলাটের খাতা হাতে হাজির হন বিভিন্ন মন্দিরে। দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে আমডাঙা কালীবাড়িতে একই ভিড়ের ছবি। ভক্তদের ভিড় সামাল দিতে তৈরি রয়েছে মন্দির কর্তৃপক্ষও।