১৮ মাসের শিশুর পেট থেকে উদ্ধার ভ্রূণ, বাংলার হাসপাতালে মিলল সাফল্য

বর্ধমান: চিকিৎসকরা বলছেন প্রকৃত অর্থেই এটি বিরল ঘটনা। ১৮ মাসের শিশুপুত্রের পেটে বেড়ে উঠছিল আরও এক শিশুর ভ্রুণ। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জনের চিকিৎসক দল জটিল অস্ত্রপচারে মাধ্যমে শিশুপুত্রের পেটথেকে সেই শিশু ভ্রুণ বের করতে সক্ষম হলেন। চিকিৎসকদের দাবি সুস্থ রয়েছে শিশুটি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১ বছর ৮

dc2ab9fce039b7a77e5e3dd284806910

১৮ মাসের শিশুর পেট থেকে উদ্ধার ভ্রূণ, বাংলার হাসপাতালে মিলল সাফল্য

বর্ধমান: চিকিৎসকরা বলছেন প্রকৃত অর্থেই এটি বিরল ঘটনা। ১৮ মাসের শিশুপুত্রের পেটে বেড়ে উঠছিল আরও এক শিশুর ভ্রুণ। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জনের চিকিৎসক দল জটিল অস্ত্রপচারে মাধ্যমে শিশুপুত্রের পেটথেকে সেই শিশু ভ্রুণ বের করতে সক্ষম হলেন। চিকিৎসকদের দাবি সুস্থ রয়েছে শিশুটি।

১৮ মাসের শিশুর পেট থেকে উদ্ধার ভ্রূণ, বাংলার হাসপাতালে মিলল সাফল্যহাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ১ বছর ৮ মাস বয়সী শিশু পুত্রের নাম দেবনাথ মাঝি। শিশুর পরিবারের বসবাস বীরভূমের নানুরে। শিশুপুত্রের মা লক্ষী মাঝি জানিয়েছেন, তাঁর ছেলে দেবনাথের পেটে শক্ত বলের মত কিছু একটা রয়েছে বলে তাঁর মনে হচ্ছিল। গত ছয় মাসে ওই শক্ত বলের মত অংশ আরও বড় হতে থাকে। এই ঘটনায় চিন্তিত হয়ে পড়েন লক্ষীদেবী ও তাঁর স্বামী বলরাম মাঝি। চিকিৎসার জন্য শিশু পুত্র দেবনাথকে সঙ্গে নিয়ে তাঁরা গত ২৩ মার্চ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে আসেন। হাসপাতালের চিকিৎসক নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এর কাছে শিশুপুত্রকে দেখান তাঁর বাবা মা। শিশুটির পেটে হাড়জাতীয় কিছু রয়েছে বলে প্রাথমিক চিকিৎসকার সময় মনে হয় চিকিৎসকরের। এরপর চিকিৎসকের পরামর্শ মেনে শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন পরিবার। সিটিস্ক্যান সহ অন্যান পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন শিশুপুত্রের পেটে রয়েছে আর এক শিশুর ভ্রুণ।

চিকিৎসক নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ১০ জন চিকিৎসক ও ১০ জন অ্যানাস্থেসিয়া স্পেশালিষ্ট অস্ত্রোপচার শুরু হয়। দু-ঘন্টার সফল অস্ত্রোপচার শেষে শিশুপুত্র দেবনাথ মাঝির পেট থেকে ওই ভ্রুণ বের করে আনতে সমর্থ হন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *