জলপাইগুড়ি: জলপাইগুড়ির সদর ব্লকে ঘুঘুডাঙায় নির্বাচনী বুথের বাইরে গুলি চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ সতীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে ভোট চলাকালীন বেলা ১.৪০ মিনিট নাগাদ গাড়ি করে একদল দুষ্কৃতী ভোট লুট করার চেষ্টা করে৷ সাধারণ মানুষের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করতে প্রথমে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের আক্রমণ করে বলে অভিযোগ৷ তারপর সমস্ত ভোটারদের বাড়ি চলে যেতে বলা হয়৷ সেখানে দাঁড়িয়ে তিন রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ৷
এরপরেই আতঙ্কে ভোটাররা ভোট কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরে যায়। প্রিসাইডিং অফিসার নিজেও জানান, তিনি ভোট কেন্দ্রের বাইরে গুলির আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ কর্মীদের তলব করেন। ওই বুথে রাজ্য পুলিশ দিয়ে চলছিল ভোট গ্রহণ প্রক্রিয়া। বিরোধীদের অভিযোগ, পুলিশ কর্মীদের সামনেই তৃণমূলের গুন্ডা বাহিনী গুলি চালায় এবং পুলিশ নীরব দর্শকের মতো তা দেখতে থাকে। নির্বাচন কমিশনের কাছে এই খবর যাওয়ার ফলে কিছু কেন্দ্রীয় বাহিনী আসেন এলাকায়। দীর্ঘক্ষণ পর ফের ভোট করানো হয়৷