হাওড়া: দলীয় পতাকা লাগানোকে কেন্দ্রে করে শুক্রবার বিকালে পাঁচলার জলা বিশ্বনাথপুর গ্রাম পঞ্চায়েতের কলাগাছিয়া গ্রামে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় ১০ জন বিজেপি কর্মী জখম হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তৃণমূলের লোকজন তাঁদের মারধর করেছে বলে বিজেপির অভিযোগ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে পাঁচলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিন সন্ধ্যা পর্যন্ত পুলিস কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলগাছিয়া গ্রামে বিজেপি কর্মীরা এলাকায় পতাকা লাগানোর সময় তৃণমূল কর্মীরা তাঁদের পতাকা লাগাতে বাধা দেয় বলে অভিযোগ। এই নিয়ে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তখনই হাতাহাতি বেধে যায়। বিজেপি এই নিয়ে থানায় খবর দিলে পুলিস গিয়ে অবস্থা সামাল দেয়। জখম বিজেপি কর্মী অরূপ ভড় অভিযোগ করেন, গত কয়েকদিন ধরে তৃণমূল এলাকায় বিজেপিকে পতাকা লাগাতে বাধা দিচ্ছিল। এদিন জোর করে পতাকা লাগাতে গেলে তৃণমূলের লোকজন এসে মারধর করে।