কলকাতা: শিকার উৎসব রুখতে সম্প্রতি প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশ কতটা কার্যকর হবে, সেই উত্তর সময়ই দেবে। কিন্তু তার আগে চলতি বছরেই এখনও পর্যন্ত রাজ্য জুড়ে শিকার উৎসবের আড়ালে প্রায় হাজারের বেশি প্রাণী এবং দু-তিন হাজার পাখিকে হত্যা করা হল একাধিক জেলায়।
রাজ্য বনদপ্তরের সঙ্গে এবিষয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এরকমই চাঞ্চল্যকর তথ্য দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া সহ একাধিক জেলাতেই এবছর প্রথম থেকেই শিকার উৎসবের আড়ালে প্রাণী মারা হয়েছে।
রিপোর্টে বলা হয়েছে, গত ২৭ মার্চ পশ্চিম মেদিনীপুরের ঝিটকার জঙ্গলে প্রায় শতাধিক বন্যপ্রাণী হত্যা করা হয়েছে। তারপরে ২৯ মার্চ পশ্চিম মেদিনীপুরেরই গুড়গুড়িপাল জঙ্গলে একইভাবে শতাধিক প্রাণী হত্যা করা হয়েছিল। ১৩ এপ্রিল লালগড়ের জঙ্গলে প্রায় দুই শতাধিক প্রাণী এবং হাজারের কাছাকাছি পাখি হত্যা করা হয় শিকার উৎসবের নামে। সম্প্রতি ১৮ এপ্রিল বাঁকুড়ার বাসুদেবপুর, জয়পুরের জঙ্গলে এবং পশ্চিম মেদিনীপুরের আড়াবাড়ি জঙ্গলেও শিকার উৎসব হয়। তিনটি জঙ্গলে প্রায় পাঁচ শতাধিকেরও বেশি বন্যপ্রাণী এবং হাজারের বেশি পাখি শিকার করা হয়। রিপোর্টে আরও বলা হয়েছে, তাদের কাছে শুধুমাত্র বড় আকারে জেলায় জেলায় যে শিকার উৎসব হচ্ছে সেগুলিরই পরিসংখ্যান এসেছে। কিন্তু এছাড়াও চলতি বছরে হাওড়া, হুগলি, বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গাতে ছোট ছোট দলে একাধিক শিকার উৎসব পালিত হয়েছে।