ভোটের কাজে এসে জঙ্গিপুরে নিখোঁজ কনস্টেবল

মুর্শিদাবাদ: ভোটের কাজে গিয়ে পাঁচ দিন পরও নিখোঁজ নদীয়া জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব রায়৷ রাজ্য সরকারের আধিকারিকের নিখোঁজ রহস্য প্রকাশ্যে না এলেও ফের ভোটের কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু ভোটকর্মীর৷ বুনিয়াদপুরের শ্যামাপল্লী এলাকায় রির্জাভে থাকা ভোটকর্মীর মৃত্যু ঘিরে চূড়ান্ত উদ্বেগ তৈরি হয়েছে ভোটকর্মী মহলে৷ অন্যদিকে, গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন সিকিম পুলিশের এক কনস্টেবল।

2fde819bba995a595d6651f59817649a

ভোটের কাজে এসে জঙ্গিপুরে নিখোঁজ কনস্টেবল

মুর্শিদাবাদ: ভোটের কাজে গিয়ে পাঁচ দিন পরও নিখোঁজ নদীয়া জেলা প্রশাসনের ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব রায়৷ রাজ্য সরকারের আধিকারিকের নিখোঁজ রহস্য প্রকাশ্যে না এলেও ফের ভোটের কাজে গিয়ে অস্বাভাবিক মৃত্যু ভোটকর্মীর৷ বুনিয়াদপুরের শ্যামাপল্লী এলাকায় রির্জাভে থাকা ভোটকর্মীর মৃত্যু ঘিরে চূড়ান্ত উদ্বেগ তৈরি হয়েছে ভোটকর্মী মহলে৷

অন্যদিকে, গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেলেন সিকিম পুলিশের এক কনস্টেবল। দুর্ঘটনা ঘটে শনিবার দুপুরে মুর্শিদাবাদের জঙ্গিপুর কলেজ ঘাটে। ভোটের ডিউটি করতে দিন কয়েক আগেই জঙ্গিপুরে এসেছিলেন তিনি৷ এ দিন সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি৷ পুলিশ সূত্রে খবর, নিখোঁজ কনস্টেবলের নাম নিঙ্গুর চিরিং লেপচা। তাঁর সঙ্গেই গঙ্গায় নেমেছিলেন আরও জনা চার জওয়ান। তবে তাঁরা সকলেই সুরক্ষিত রয়েছেন৷ সন্ধ্যা পর্যন্ত গঙ্গায় জাল ফেলে, নৌকায় করে তল্লাশি চলছে৷ নামানো হয় ডুবুরি৷ পুলিশ জানিয়েছে, কোনও খোঁজ মেলেনি কনস্টেবলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *