ওয়াশিংটন: ম্যাক্রোম্যাস্টিয়া রোগের নাম শুনেছেন কখনও? এটি একটি বিরল রোগ। এর কারণে স্তনের মাপ ক্রমশ বাড়তেই থাকে, এবং সেটা লাগামহীন ভাবে। ইংল্যান্ডের গ্রেট ম্যাঞ্চেস্টারের ২৫ বছরের ফিওনা হর্নবি এই বিরল রোগে আক্রান্ত। ১০ বছর বয়স থেকেই এই সমস্যায় ভুছেন তিনি।
নারী সৌন্দর্যের অন্যতম প্রতীক স্তন, অথচ সেই স্তনের ধাক্কাতেই কাহিল ফিওনা। বাড়ি থেকে বের হতে পারেননা, ৫-৭ মিনিটের বেশি দাঁড়িয়েও থাকতে পারেন না। কারণ স্তনের আকার বেড়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁর অন্তর্বাসের মাপ এখন ৪৮জে। দেখিয়েছেন অনেক ডাক্তার, কিন্তু কেউই সেভাবে সমাধান করতে পারেননি। ফলে জীবনে হতাস হয়ে পরেছেন তিনি।
বাড়ির বাইরে গেলেই সকলে তাঁকে নিয়েই আলোচনা করতে শুরু করেন। তবে স্তনে বিশেষ অস্ত্রোপচারের মাধ্যমে কমানো যেতে পারে আকার। কিন্তু তার জন্য প্রয়োজন প্রচুর টাকার, অগ্যতা টাকার ব্যবস্থা করতে ব্যস্ত বিশালাকায় স্তনের মালকিন ফিওনা হর্নবি।