আজ বিকেল: ফের চলন্ত বাসে পুরুষের অশালীন দৃষ্টির শিকার তরুণী। বাসে সিট না পেয়ে দাঁড়িয়েছিলেন ওই তরুণী। ঠিক পিছনের সিটে বসা এক বৃদ্ধ সেই সময়ই ওই তরুণীর ছবি তোলার চেষ্টা করতে থাকেন। শুধু চেষ্টাই না, তরুণীর একটা ভিডিও তোলার পর।
বিভিন্ন অ্যাঙ্গেলে স্টিল ছবিও তুলতে থাকেন। বৃদ্ধের এই কুকীর্তি ততক্ষণে দেখে ফেলেছেন ঠিক তার পিছনের সিটে বসা যুবক। তিনি বৃদ্ধের কুকীর্তির দৃশ্য ক্যামেরা বন্দি করতে সময় নেননি। বৃদ্ধ যখন নিজের কাজ সেরে ফোনটি পকেটস্থ করার তালে ঠিক তখনই তার উপরে ঝাঁপিয়ে পড়েন ওই যুবক, সামনে দাঁড়ানো তরুণী ছবি কেন তুলেছে তানিয়ে তর্ক জুড়ে দেন। বয়সের দোহাই দিয়ে পার পাওয়ার চেষ্টা করতেই নিজের মোবাইলে বৃদ্ধের কুকীর্তির ছবি সহযাত্রীদের দেখিয়ে দেন ওই যুবক। সঙ্গেসঙ্গে বৃদ্ধকে ঘিরে ধরে প্রতিবাদের ঝড় ওঠে।
এদিকে যুবকের মোবাইলে তোলা বৃদ্ধের কুকীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে সময় নেয়নি। বৃদ্ধকে সামনে পেলে উত্তম মধ্যম দিতে চায় নেটিজেনরা। রাজ্যের ঠিক কোথায় এই নিন্দিত ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু বাসের সহযাত্রীদের এই এগিয়ে আসার ঘটনায় ইতিবাচক সাড়া ফেলেছে জনমনে। সমাজকর্মীরা খুশি, মানুষ যে অন্যায়ের বিরুদ্ধে জাগছে এতো সত্যিই খুশির খবর।