আইনজীবী-পুরকর্মী সংঘর্ষ, লাটে উঠল আদালতের কাজ

হাওড়া: পুরকর্মী ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য হাওড়া আদালতের কাজ বন্ধ রাখলেন আইনজীবীদের একাংশ৷ অভিযুক্তদের গ্রেপ্তারি ও পুলিশি তাণ্ডবের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে খবর৷ জানা গিয়েছে, আইনজীবীদের উপর হামলার ঘটনায় হাইকোর্টে মামলা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ বুধবার গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া আদালত চত্বর। হাওড়া পুরসভার কর্মী এবং আইনজীবীদের মধ্যে

আইনজীবী-পুরকর্মী সংঘর্ষ, লাটে উঠল আদালতের কাজ

হাওড়া: পুরকর্মী ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য হাওড়া আদালতের কাজ বন্ধ রাখলেন আইনজীবীদের একাংশ৷ অভিযুক্তদের গ্রেপ্তারি ও পুলিশি তাণ্ডবের প্রতিবাদে এই সিদ্ধান্ত বলে খবর৷ জানা গিয়েছে, আইনজীবীদের উপর হামলার ঘটনায় হাইকোর্টে মামলা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

বুধবার গাড়ি পার্কিংকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া আদালত চত্বর। হাওড়া পুরসভার কর্মী এবং আইনজীবীদের মধ্যে চলল হাতাহাতি ও ইটবৃষ্টি। এই ঘটনায় পুরসভার দু’জন মহিলা কর্মী সহ মোট ন’জন জখম হয়েছেন। তাঁদের মাথা ফেটে গিয়েছে। এরপর পুলিশ গিয়ে দু’পক্ষের উপর লাঠিচার্জ করে৷ আইনজীবীরা কিছুক্ষণ অবরোধও করেন।

পরিস্থিতি সামাল দিতে সমবায়মন্ত্রী অরূপ রায় ঘটনাস্থলে পৌঁছন। তাঁকে ঘিরেও আইনজীবীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর তিনি দু’পক্ষকে বুঝিয়ে অবস্থা সামাল দেন। এই খবর সংগ্রহ করতে গিয়ে তিনজন সাংবাদিককে আইনজীবীরা মারধর করেন। তাঁদেরও চিকিৎসা করানো হয়। শেষে বিশাল পুলিশ বাহিনী ও র‌্যাফ গিয়ে অবস্থা সামাল দেয়। এই ঘটনার জেরে এদিন আদালত চত্বরে দুপুর থেকেই উত্তেজনা ছিল। তার জেরে বেশ বেশ কিছুক্ষণ যান চলাচলও বন্ধ হয়ে যায়। ফলে হাওড়া ময়দান চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + twelve =