কলকাতা: হাতব্যাগে একটা অদ্ভুত জায়গায় বোতাম দেখে সন্দেহ হয় সিআইএসএফ জওয়ানদের। এক্স-রে মেশিনে চেকিং করার সময় ব্যাগটি আলাদা করে রাখা হয়। ভালোভাবে বোতামটি খতিয়ে দেখতে শুরু করেন জওয়ানরা। ডাকা হয় একজন সিআইএসএফের মহিলা কনস্টেবলকে।
তিনি ব্যাগটি খুলে ভালোভাবে তল্লাশি করেন। বোতামটি যে জায়গায় আটকানো ছিল, সেটি খুলতেই চোখ ছানাবড়া হয়ে যায় তাঁর। দেখেন, সেখানে রয়েছে বিপুল অঙ্কের মার্কিন ডলার। বোতামটিকে এমনভাবে আটকানো হয়েছিল, বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছিল না। সিআইএসএফ কর্তারা জানিয়েছেন, ব্যাগটি এ মুমতাজ নামে এক মহিলা যাত্রীর। তিনি বুধবার সকালে ইন্ডিগো উড়ানে ইম্ফল যাচ্ছিলেন।
তাঁর হাতব্যাগ থেকে বাজেয়াপ্ত করা হয় ৬৬ হাজার মার্কিন ডলার। তাঁকে জেরা করে জানা যায়, তাঁর একটি লাগেজও রয়েছে। যা ডোমেস্টিকের বড় এক্স-রে মেশিনে চেক করা হচ্ছে। সিআইএসএফ জওয়ানদের নজরে আসে, ওই ব্যাগটিতেও একটি সন্দেহজনক বোতাম রয়েছে। বোতাম কেটে সেলাই কাটার পর উদ্ধার হয় আরও ৬৬ হাজার ৬০০ মার্কিন ডলার। ওই দুই যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ লক্ষ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১ কোটি ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা।