কলকাতা: আগামী সোমবার চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ছে। ওই দিন যে আটটি লোকসভা কেন্দ্রে ভোট হবে, তার সবকটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে পারে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। তৃতীয় দফার ভোটে মুর্শিদাবাদের ভগবানগোলায় একজন ভোটার ভোট কেন্দ্রের প্রায় সামনেই খুন হওয়ায় নির্বাচন কমিশনও আইনশৃঙ্খলা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনা করে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আনার ব্যবস্থা করা হয়েছে। কমিশন সূত্রে খবর, বুথে মোতায়েনের জন্য ৫৫৯ কোম্পানি মজুত থাকবে। এর বাইরে কুইক রেসপন্স টিমে কেন্দ্রীয় বাহিনী থাকবে। কোনও জায়গায় গোলমালের খবর পেলে সেখানে ওই বাহিনী যাবে। ভোটারদের ভোটগ্রহণ কেন্দ্রে আসতে বাধা দেওয়ার খবর এলেও কুইক রেসপন্স টিম হস্তক্ষেপ করবে। সব মিলিয়ে চতুর্থ দফায় প্রায় ৫৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকতে পারে। প্রায় ৩০ কোম্পানি বাহিনী আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এদিন। চতুর্থ দফার পর শেষ তিন দফায় কেন্দ্রীয় বাহিনী আরও বাড়ানো হতে পারে বলে শোনা যাচ্ছে। যে সব রাজ্যে ভোট হয়ে যাচ্ছে, সেখান থেকে আরও বাহিনী পশ্চিমবঙ্গে আনার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন।