Breaking: বিধ্বংসী আগুনের জেরে ভাঙল শহরের বহুতল, আতঙ্ক

কলকাতা: ফের শহর কলকাতার বহুতলে আগুন৷ মধ্য কলকাতার বহু তলে আগুন আতঙ্ক৷ আগুনের জেরে এক্সসাইড মোড় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে৷ ফাঁকা করে দেওয়া হয়েছে গাড়ি বাড়ি৷ আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৫টি ইঞ্জিন৷ চৌরঙ্গী রোডের একটি বহুতলের চতুর্থ তলে আগুন লেগেছে৷ বহুতলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে৷ এদিন সকাল ৯টার পর এক্সাইড মোড়ের

Breaking: বিধ্বংসী আগুনের জেরে ভাঙল শহরের বহুতল, আতঙ্ক

কলকাতা: ফের শহর কলকাতার বহুতলে আগুন৷ মধ্য কলকাতার বহু তলে আগুন আতঙ্ক৷ আগুনের জেরে এক্সসাইড মোড় কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে৷ ফাঁকা করে দেওয়া হয়েছে গাড়ি বাড়ি৷ আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে ৫টি ইঞ্জিন৷ চৌরঙ্গী রোডের একটি বহুতলের চতুর্থ তলে আগুন লেগেছে৷ বহুতলের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে৷

Breaking: বিধ্বংসী আগুনের জেরে ভাঙল শহরের বহুতল, আতঙ্ক

এদিন সকাল ৯টার পর এক্সাইড মোড়ের কাছে একটি বহুতলের চারতলায় আগুন লাগে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে খালি করা হয়েছে বহুতল। দমকল সূত্রে খবর, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়। যে বহুতলে আগুন লেগেছে, সেখানে একাধিক অফিস রয়েছে৷ ঘিঞ্জি এলাকা হওয়ায় আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ পাশের বাড়িগুলি থেকেও বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু হয়েছে৷ কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা তা এখনও নিশ্চিত নয়৷ প্রায় একঘণ্টা ধরে দমকলের কর্মীরা আগুনের উৎস সন্ধানের কাজ শুরু করেছে৷

দমকল সূত্রে জানানো হয়েছে, বহুতলের চতুর্থ তলের ভেতরে বিধ্বংসী আগুনের জেরে কালো ধোয়ায় ঢেকে গিয়েছে গোটা এক্সসাইড মোড়৷ আগুন আতঙ্কের জন্য যান চলাচলেও প্রভাব পড়েছে৷ বহুতলের মধ্যে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে বলে মনে করা হচ্ছে৷ মুখে অক্সিজেন মাক্স পরে বহুতলের মধ্যে ঢোকার চেষ্টা শুরু করেছেন দমকল কর্মীরা৷ ইতিমধ্যমেই বহুতলের কাঁচ ভেঙে জল দেওয়ার কাজ শুরু হয়েছে৷ আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বহুতলের চতুর্থতল৷ দেওয়ালে ফাটল ধরতে শুরু করছে৷ খসে পড়েছে দেওয়ালের চাউড়৷ বহু তলের একাশ ভেঙে পড়ে৷

এই ঘটনার জেরে পার্ক সার্কাস থেকে এক্সসাইড মোড় পর্যন্ত ব্যাপক যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে৷ কার্যত অবরুদ্ধে সেভেন পয়েন্ট ক্রসিং৷ মা ফ্লাইওভাবেও চাপ বেড়েছে৷ যুদ্ধকালীন তৎপরতায় আগুন ও যান চলাচল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =