ফের শহরে কঙ্কাল কাণ্ডের ছায়া, ছেলের মৃতদেহ আগলে মা

বরানগর: রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডের ছায়া এবার বরানগরে৷ শহরে দেহ আগলে রাখার আরও একটি ঘটনা। বরানগরে মৃত ছেলের দেহ আগলে রাখলেন মা। পুলিশ মা গৌরি ঘোষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ছেলে পার্থসারথী ঘোষের দেহ। প্রাথমিকভাবে অনুমান, দিন তিনেক আগে তাঁর ছেলের মৃত্যু হয়েছে৷ চলতি বছরে কলকাতার দক্ষিণ শহরতলি থেকে উদ্ধার

ফের শহরে কঙ্কাল কাণ্ডের ছায়া, ছেলের মৃতদেহ আগলে মা

বরানগর: রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডের ছায়া এবার বরানগরে৷ শহরে দেহ আগলে রাখার আরও একটি ঘটনা। বরানগরে মৃত ছেলের দেহ আগলে রাখলেন মা। পুলিশ মা গৌরি ঘোষকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ছেলে পার্থসারথী ঘোষের দেহ। প্রাথমিকভাবে অনুমান, দিন তিনেক আগে তাঁর ছেলের মৃত্যু হয়েছে৷

চলতি বছরে কলকাতার দক্ষিণ শহরতলি থেকে উদ্ধার হল বৃদ্ধার পচগলা মৃতদেহ৷ সেখানেও রেবা গুপ্ত নামের এক মহিলার দেহ আগলে রাখার অভিযোগ ওঠে মৃত্যের ছেলে সঞ্জীবশঙ্কর গুপ্তের বিরুদ্ধে৷ গত বছর, দুর্গাপুরে মৃত মায়ের সঙ্গে ৩ দিন কাটানোর অভিযোগ ওঠে মানসিক ভারসাম্যহীন ছোট ছেলে বিরুদ্ধে৷

গত ২০১৫ সালের জুন মাস রবিনসন স্ট্রিটের কঙ্কাল কাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়। রবিনসন স্ট্রিটে মাসের পর মাস নিজের প্রিয় দিদি ও দুই পোষা কুকুরের কঙ্কালের সঙ্গে দিন কাটিয়েছিলেন পার্থ দে নামের এক ব্যক্তি৷ সঙ্গী ছিলেন তাঁর বাবা অরবিন্দ দে-ও। পার্থই পুলিশকে জানিয়েছিলেন, ২০১৪ সালের আগস্টে মারা গিয়েছিল তাঁদের পোষা দু’টি কুকুর৷ দু’টি কুকুরের দেহ বাড়িতেই রেখেছিলেন তিনি ও তাঁর দিদি দেবযানী৷ বাধা দেননি বাবা অরবিন্দবাবুও৷ কিছুদিনের মধ্যেই কুকুরের শোকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছিলেন দেবযানী৷ চার মাসের মধ্যে ডিসেম্বরেই মৃত্যু হয় পার্থর দিদি দেবযানীর৷ এরপর ২০১৫-র জুনমাসে অরবিন্দবাবুর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয় শৌচাগার থেকে৷ তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ৷ সেই দেহ উদ্ধারের পরই সামনে আসে কঙ্কাল কাণ্ড৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 1 =