মুর্শিদাবাদ: চতুর্থ দফা নির্বাচনের আগে মুর্শিদাবাদের জেলা শাসক পি উল্গানাথন নির্বাচনের দিন ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে সাংবাদিকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন।
এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে, বাইরে বা আশেপাশে সাংবাদিকদের ক্যামেরা, বুম, মোবাইলফোন সহ দেখতে পেলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সঙ্গে সঙ্গেই বাতিল করা হবে নির্বাচন কমিশন থেকে দেওয়া তাঁদের বৈধতাপত্র। এছাড়াও তিনি জানান, ক্যামেরা বুম ছাড়া কোনও সাংবাদিক বুথে ঢুকতে চাইলে তাঁকে প্রিসাইডিং অফিসারের কাছ থেকে নিতে হবে অনুমতি। বিরোধীদের প্রশ্ন, বুথের মধ্যে ভোট লুটের ছবি তোলার উপর নিয়ন্ত্রণ আনতেই কি এই নির্দেশ?