২০ বছর পর বিদ্যুৎ পেল গ্রাম

ময়নাগুড়ি: দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর বিদ্যুৎ পরিষেবা পেয়ে খুশি জলপাইগুড়ি জেলার বেলাকোবার মুরগিভিটা গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচটি পরিবার। জলপাইগুড়ি জেলার সভাধিপতি উত্তরা বর্মনের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যুতের সংযোগ এই গ্রামে এসেছে বলে গ্রামবাসীদের দাবি। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় নানা সমস্যায় পড়তে হয়েছে এলাকার লোকজনদের। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশুনাতেও প্রচণ্ড অসুবিধে

5906e4fe4ed6c232fa0e86a8acc6ae27

২০ বছর পর বিদ্যুৎ পেল গ্রাম

ময়নাগুড়ি: দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর বিদ্যুৎ পরিষেবা পেয়ে খুশি জলপাইগুড়ি জেলার বেলাকোবার মুরগিভিটা গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচটি পরিবার। জলপাইগুড়ি জেলার সভাধিপতি উত্তরা বর্মনের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যুতের সংযোগ এই গ্রামে এসেছে বলে গ্রামবাসীদের দাবি।

দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় ধরে বিদ্যুৎ না থাকায় নানা সমস্যায় পড়তে হয়েছে এলাকার লোকজনদের। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের পড়াশুনাতেও প্রচণ্ড অসুবিধে হতো। শুক্রবার এই গ্রামে রাতে বিদ্যুতের আলো পৌঁছতেই সমগ্র গ্রাম আনন্দে মেতে উঠেছে। সেই আনন্দে গ্রামে বাজি, পটকাও ফাটানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *