ছাপ্পা-আক্রমণ-বিক্ষোভেও রেকর্ড ভোট বাংলায়

কলকাতা: কোথায় চলছে ছাপ্পা, কোথায় আবার বিরোধীদের মারধর, এজেন্টকে বসে বাধা৷ কেন্দ্রীয় বাহিনী চেয়ে কোথাও জনতার বিক্ষোভ৷ পুলিশের লাঠিচার্জ৷ তার পরও সকাল ৯টা পর্যন্ত বেশ ভালোই পড়ল বাংলায়৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল নটা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে গড়ে ভোট পড়ল ১৬.৯ শতাংশ। এর মধ্যে বহরমপুর কেন্দ্রে ১৮.১%, কৃষ্ণনগরে ১৭.২৭%, রানাঘাটে ১৬.৯৪%, বর্ধমান পূর্বে

6afec02036ee9f3b9719358fcdb287ed

ছাপ্পা-আক্রমণ-বিক্ষোভেও রেকর্ড ভোট বাংলায়

কলকাতা: কোথায় চলছে ছাপ্পা, কোথায় আবার বিরোধীদের মারধর, এজেন্টকে বসে বাধা৷ কেন্দ্রীয় বাহিনী চেয়ে কোথাও জনতার বিক্ষোভ৷ পুলিশের লাঠিচার্জ৷ তার পরও সকাল ৯টা পর্যন্ত বেশ ভালোই পড়ল বাংলায়৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল নটা পর্যন্ত রাজ্যের আট কেন্দ্রে গড়ে ভোট পড়ল ১৬.৯ শতাংশ। এর মধ্যে বহরমপুর কেন্দ্রে ১৮.১%, কৃষ্ণনগরে ১৭.২৭%, রানাঘাটে ১৬.৯৪%, বর্ধমান পূর্বে ১৮.২৪%, বর্ধমান-দুর্গাপুরে ১৬.১২%, আসানসোলে ১৭.৫৩%, বোলপুরে ১৭.৩৯% এবং বীরভূম কেন্দ্রে ভোট পড়েছে ১৩.৬১%।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *