ভারতীয়দের বড়সড় স্বস্তি দিল মার্কিন প্রশাসন

ওয়াশিংটন: দীর্ঘ সময় ধরে মার্কিন গ্রিন কার্ডের জন্য অপেক্ষারত ভারতীয় পেশাদারদের জন্য সুখবর৷ ভারতীয় পেশাদার অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে যে ৭ শতাংশের সীমা বা কান্ট্রি-ক্যাপ রয়েছে, তা বাড়ানোর জন্য প্রস্তাবিত বিলটি পাশ হয়ে গেল মার্কিন সংসদে৷ এর ফলে গ্রিনকার্ড পাওয়ার ক্ষেত্রে ভারত ও চিনের মতো দেশগুলির উপর এতদিন যে ঊর্ধ্বসীমা ছিল, তা এবার বাড়তে

c0c55998835880599b3ad6a434a6633a

ভারতীয়দের বড়সড় স্বস্তি দিল মার্কিন প্রশাসন

ওয়াশিংটন: দীর্ঘ সময় ধরে মার্কিন গ্রিন কার্ডের জন্য অপেক্ষারত ভারতীয় পেশাদারদের জন্য সুখবর৷ ভারতীয় পেশাদার অভিবাসীদের গ্রিন কার্ড দেওয়ার ক্ষেত্রে যে ৭ শতাংশের সীমা বা কান্ট্রি-ক্যাপ রয়েছে, তা বাড়ানোর জন্য প্রস্তাবিত বিলটি পাশ হয়ে গেল মার্কিন সংসদে৷

এর ফলে গ্রিনকার্ড পাওয়ার ক্ষেত্রে ভারত ও চিনের মতো দেশগুলির উপর এতদিন যে ঊর্ধ্বসীমা ছিল, তা এবার বাড়তে চলেছে৷ এতে লাভবান হবেন ওই দুই দেশের দক্ষ ও পেশাদার কর্মীরা৷ বুধবার ৪৩৫ সদস্যের হাউসে বিলের পক্ষে ভোট পড়ে ৩৬৫টি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *