পরিষেবা না পেয়ে ব্যাঙ্কে তালা লাগালো গ্রাহকরা

ব্যাঙ্কের পরিষেবা ঠিক মতো দেয়না। কর্মীরা সময় মতো আসেনা। গ্রাহকেরা প্রতিদিন নাকাল হয়। অবশেষে বিরক্ত হয়ে গ্রাহকেরা বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ক্রান্তি গ্রামীণ ব্যাঙ্কের শাখায়। ব্যাঙ্কের গ্রাহক কিশোর কৃষ্ণ বিশ্বাস, সুনীল রায় , বাসুদেব সরকাররা বলেন, আমাদের এখানে একটি মাত্র ব্যাঙ্ক রয়েছে। সেখানে রয়েছে হাজার হাজার গ্রাহক। কিন্তু,

1ebde912a950bc0cb32191c85d6b0bb9

পরিষেবা না পেয়ে ব্যাঙ্কে তালা লাগালো গ্রাহকরা

ব্যাঙ্কের পরিষেবা ঠিক মতো দেয়না। কর্মীরা সময় মতো আসেনা। গ্রাহকেরা প্রতিদিন নাকাল হয়। অবশেষে বিরক্ত হয়ে গ্রাহকেরা বৃহস্পতিবার সকালে ব্যাঙ্কে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের ক্রান্তি গ্রামীণ ব্যাঙ্কের শাখায়।

ব্যাঙ্কের গ্রাহক কিশোর কৃষ্ণ বিশ্বাস, সুনীল রায় , বাসুদেব সরকাররা বলেন, আমাদের এখানে একটি মাত্র ব্যাঙ্ক রয়েছে। সেখানে রয়েছে হাজার হাজার গ্রাহক। কিন্তু, ব্যাঙ্কের পরিষেবা ঠিক নয়। কর্মীরা প্রতিদিন ১১টা থেকে ১২ টা নাগাদ ব্যাঙ্কে আসেন। ব্যাঙ্কের ম্যানেজার দেরি করে আসেন। তারপর মাঝেমধ্যেই লিংক থাকেনা। ব্যাঙ্কের গ্রাহকদের হয়রানি হতে হয়। এদিন বিরক্ত হয়েই গ্রাহকেরা তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। এনিয়ে ক্রান্তি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কের শাখা ম্যানেজার জেমস টোপ্পো বলেন, আমাদের কেউ দেরি করে আসেনা গতকাল ব্যাঙ্কের রিজিওনাল মিটিং ছিল তাই আজ আসতে আমার খানিক দেরি হয়েছে। বাদবাকি সব ঠিক আছে। আর পরিষেবা সাধ্যমতো দেওয়া হয়। তবে মাঝেমধ্যে লিংক থাকেনা তখনই সমস্যা হয়। এটা আমাদের হাতের বাইরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *