ভারতে প্রশংসিত ব্যক্তিত্বের শীর্ষে মোদি, দ্বিতীয় ধোনি

নয়াদিল্লি: ভারতের প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতে শীর্ষ থাকলেও গোটা বিশ্বের নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছেন মোদি৷ ব্রিটেনের একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় এমন তথ্য তুলে ধরেছে৷ ইউগভের ওই সমীক্ষায় জানিয়েছে, গত বছর ওই তালিকায় অষ্টম স্থানে থাকলেও এ বছর আরও দুই ধাপ এগিয়ে বিশ্বের প্রশংসিত ব্যক্তিত্বের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন মোদি৷

ভারতে প্রশংসিত ব্যক্তিত্বের শীর্ষে মোদি, দ্বিতীয় ধোনি

নয়াদিল্লি: ভারতের প্রশংসিত ব্যক্তিত্বের তালিকায় শীর্ষ উঠে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ভারতে শীর্ষ থাকলেও গোটা বিশ্বের নিরিখে ষষ্ঠ স্থানে রয়েছেন মোদি৷ ব্রিটেনের একটি সংস্থার সাম্প্রতিক সমীক্ষায় এমন তথ্য তুলে ধরেছে৷

ইউগভের ওই সমীক্ষায় জানিয়েছে, গত বছর ওই তালিকায় অষ্টম স্থানে থাকলেও এ বছর আরও দুই ধাপ এগিয়ে বিশ্বের প্রশংসিত ব্যক্তিত্বের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছেন মোদি৷ বিশ্বের ৪.৮ শতাংশ ভোট পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই তালিকায় ষষ্ঠস্থানে উঠে এসেছেন৷

এদিকে ভারতের মহিলাদের মধ্যে সবচেয়ে প্রশংসিত মহিলা হলেন বক্সার মেরি কম৷ তবে তালিকা থেকে বাদ যাননি বলিউডের তারকারাও৷ অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও সলমন খান বিশ্বের সর্বাধিক প্রশংসিত ২০ জন ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিয়েছেন৷ বিশ্বের সর্বাধিক প্রশংসিত ২০ জন মহিলাদের তালিকায় স্থান পেয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন৷ রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ঐশ্বর্য রাই ও সুস্মিতা সেন৷

বিশ্বের সবচেয়ে প্রশংসিত পুরুষদের তালিকায় শীর্ষে রয়েছেন ধনকুবের বিল গেটস৷ দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ মহিলাদের তালিকায় যুগ্মভাবে শীর্ষে আমেরিকার প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামা ও মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ওপরাহ উইনফ্রে৷ জানা গেছে, গোটা বিশ্বের ৪১টি দেশের মানুষের পছন্দের উপর নির্ভর করেই ওই তালিকাটি তৈরি করা হয়েছে৷

ভারতের মধ্যে প্রশংসিত ব্যক্তিত্বদের তালিকায় মোদির পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি৷  ভারতের ৫ জন প্রশংসিত মহিলাদের তালিকায় মেরি কমের পরেই আছেন পুদুচ্চেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদি, গায়িকা লতা মঙ্গেশকর, বিজেপি নেত্রী সুষমা স্বরাজ ও অভিনেত্রী দীপিকা পাডুকোন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + ten =