নির্বাচিত হলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

ব্রিটেন : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন। মঙ্গলবার তিনি কনসার্ভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। ফলে টেরেসা মে-র চেয়ারে বসছেন তিনিই। ব্রেক্সিটের কট্টর সমর্থন বরিস শাসক দলের নেতা নির্বাচনে হারিয়েছেন বিদেশমন্ত্রী জেরেমি হান্টকে। প্রায় ১ লাখ ৬০ হাজার কনসার্ভেটিভ পার্টির সদস্যের ভোটের বেশিরভাগই পেয়েছেন বরিস। বুধবারই তিনি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন। বরিস আগেই ঘোষণা

নির্বাচিত হলেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী

ব্রিটেন : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন। মঙ্গলবার তিনি কনসার্ভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়েছেন। ফলে টেরেসা মে-র চেয়ারে বসছেন তিনিই।

ব্রেক্সিটের কট্টর সমর্থন বরিস শাসক দলের নেতা নির্বাচনে হারিয়েছেন বিদেশমন্ত্রী জেরেমি হান্টকে। প্রায় ১ লাখ ৬০ হাজার কনসার্ভেটিভ পার্টির সদস্যের ভোটের বেশিরভাগই পেয়েছেন বরিস। বুধবারই তিনি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন।

বরিস আগেই ঘোষণা করেছেন, ৩১ অক্টোবরের মধ্যেই ব্রিটেন ইউরোপিয়ান ইউনি.ন থেকে বেরিয়ে আসবে। কোনও নড়চড় হবে না। অন্যদিকে, ব্রেক্সিটের বিরোধী কয়েকজন মন্ত্রী জানিয়েছেন, তাঁরা ব্রেক্সিট নিয়ে অনড় থাকলে পদত্যাগ করবেন। তাঁদের মতে, ব্রেক্সিট ব্রিটেনে আর্থিক দুর্দশা ডেকে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *