দেশে সক্রিয় অন্তত ৪০টি জঙ্গি সংগঠন: প্রধানমন্ত্রী

পাকিস্তান সরকার গত ১৫ বছর গোটা বিশ্বকে মিথ্যা কথা বলে আসছিল৷ সাফ জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ মার্কিন সফরে ইমরান জানান, তাঁর দেশে ৪০টি জঙ্গি সংগঠন রয়েছে৷ কমপক্ষে ৪০ হাজার জঙ্গি রয়েছে৷ ইমরান বলেন, ‘‘আমরা আমেরিকার সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ে রয়েছি৷ পাকিস্তানের কোনও ভূমিকাই ছিল না ৯/১১-তে৷ আল কায়দা আফগানিস্তানে ছিল৷ কোনও তালিবান জঙ্গি পাকিস্তানে

দেশে সক্রিয় অন্তত ৪০টি জঙ্গি সংগঠন: প্রধানমন্ত্রী

পাকিস্তান সরকার গত ১৫ বছর গোটা বিশ্বকে মিথ্যা কথা বলে আসছিল৷ সাফ জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ মার্কিন সফরে ইমরান জানান, তাঁর দেশে ৪০টি জঙ্গি সংগঠন রয়েছে৷ কমপক্ষে ৪০ হাজার জঙ্গি রয়েছে৷

ইমরান বলেন, ‘‘আমরা আমেরিকার সন্ত্রাসবাদের সঙ্গে লড়াইয়ে রয়েছি৷ পাকিস্তানের কোনও ভূমিকাই ছিল না ৯/১১-তে৷ আল কায়দা আফগানিস্তানে ছিল৷ কোনও তালিবান জঙ্গি পাকিস্তানে ছিল না৷ কিন্তু তাও আমরা আমেরিকার লড়াইয়ে যোগ দিয়েছিলাম৷

বলেন, ‘‘৪০টি জঙ্গি গোষ্ঠী পাকিস্তানে এখনও সক্রিয়৷ এখনও আমরা উদ্বিগ্ন, কীভাবে দেশ বাঁচবে? কী হবে দেশের ভবিষ্যৎ? সুতরাং যখন আমেরিকা আশা করছিল, আমরা আরও সাহায্য করবে ওদের যুদ্ধে, ঘটনা হল পাকিস্তান তখন নিজেদের অস্তিত্ব বাঁচাতে লড়ই করেছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *