আর মাত্র ২৫০ কিমি দূরে ফনি, লোহার চেনে বাঁধা হল ট্রেন

কলকাতা: আর কয়েক ঘণ্টার মধ্যেই এরাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফনি৷ এই মুহূর্তে কলকাতা থেকে ২৫০ কিমি দূরে রয়েছে ফনি৷ আপাতত ফনি রয়েছে ওড়িশার সীমান্তে৷ আর তার জেরে স্থল, জল, আকাশপথে কড়া সতর্কতা৷ ট্রেন, জাহাজ থেকে বিমান, দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে একাধিক পরিবহন ব্যবস্থা। এবার ফনি থেকে বাঁচতে অভিনভ উদ্যোগ নিল রেল। চেন দিয়ে

আর মাত্র ২৫০ কিমি দূরে ফনি, লোহার চেনে বাঁধা হল ট্রেন

কলকাতা: আর কয়েক ঘণ্টার মধ্যেই এরাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ফনি৷ এই মুহূর্তে কলকাতা থেকে ২৫০ কিমি দূরে রয়েছে ফনি৷ আপাতত ফনি রয়েছে ওড়িশার সীমান্তে৷ আর তার জেরে স্থল, জল, আকাশপথে কড়া সতর্কতা৷  ট্রেন, জাহাজ থেকে বিমান, দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে একাধিক পরিবহন ব্যবস্থা।

এবার ফনি থেকে বাঁচতে অভিনভ উদ্যোগ নিল রেল। চেন দিয়ে বাঁধা হল ট্রেনের টাকা। হাওড়া স্টেশনের ঘটনা। এদিকে শিয়ালদহ–হাসনাবাদ শাখায় বন্ধ ট্রেন চলাচল। ট্রেন বাতিলের প্রতিবাদে অবরোধ যাত্রীদের। অন্যদিকে বারাসত স্টেশনে অবরোধের জেরে বিপর্যস্ত পরিষেবা।

এখনও বাংলায় পা রাখেনি ঘূর্ণিঝড় ফনি৷ প্রচার খানিকটা এসেছে৷ কিন্তু, পাকাপাকি ভাবে পনি তার দাপট শুরু করার আগেই একল্পে শিয়ালদহ দক্ষিণ শাখায় ২৫টি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা পূর্ব রেলের৷ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে সমস্যা হলেও বনগাঁ ও মেন শাখায় তার কোনও প্রভাব পড়েনি৷ তবে, দেরিতে চলছে ট্রেন৷

ঝড়ের জেরে বাতিল হয়েছে, ডায়মন্ড হারবার, নামখানা, ক্যানিং, বারুইপুর সহ একাধিক লোকাল ট্রেন৷ অফিস ফেরত যাত্রীরা পড়েছেন চূড়ান্ত বিপাকে৷ দুর্যোগের কথা মাথায় রেখে তাড়াতাড়ি ছুটি নিয়ে বেরিয়েও শিয়ালদহে আটকে কয়েক হাজার যাত্রী৷ ট্রেন না পেয়ে চূড়ান্ত সমস্যায় কয়েক হাজার রেল যাত্রী৷ যাঁরা তাড়াতাড়ি বাড়ি যাবেন ভাবছিলেন, তাঁরা এই মুহূর্তে প্ল্যাটফর্মেই অপেক্ষা করছেন৷

অন্যদিকে, হাসনাবাদ লোকাল বাতিল হওয়ায় জেরে বারাসত স্টেশনে বিক্ষোভ যাত্রীদের৷ ট্রেন বাতিলের খবর পেতেই বিক্ষোভে ফেটে পড়েন নিত্যযাত্রীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − seven =