সুমাত্রা: ফের বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া৷ সুমাত্রায় ভূকম্পনের তীব্রতা ছিল ৬.৮৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইন্দোনেশিয়ায় জাভা দ্বীপের ৬৫ মাইল দূরে ও মাটি থেকে ৩৭ মাইল গভীরে৷ আর এর জেরে জারি সুনামি সতর্কতা৷
United States Geological Survey (USGS): Earthquake of magnitude 6.8 strikes southwest of Sumatra, Indonesia.
— ANI (@ANI) August 2, 2019
সুনামির সতর্কতা জারি হলেও এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি৷ ইন্দোনেশিয়া বরাবরই ভূমিকম্প প্রবণ৷ সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয় এই এলাকায়৷ সুনামি ও ভূমিকম্পপ্রবণ দেশগুলির মধ্যে প্রথম সারিতেই রয়েছে ইন্দোনেশিয়া৷ ২০০৪ সালে এখনও পর্যন্ত সবচেয়ে বড় ভূমিকম্প ও তার জেরে সুনামি আছড়ে পড়ে অন্তত ১৩টি দেশে৷ দু’লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়৷ ইন্দোনেশিয়াতেই মৃতের সংখ্যা হয় ১ লক্ষ ২০ হাজার মানুষের৷