যৌবন ধরে রাখতে হতছানি দিচ্ছে এই উপত্যকায়

পাকিস্তান : সৌন্দর্যের ডালি সাজিয়ে হতছানি দিচ্ছে উপত্যকায়৷ এখানে একবার পা রাখলে যৌবনে মিলতে পারে লোমহর্ষক উত্তেজনা৷ বিশ্বাস না হলে জীবনে অন্তত একবার ঘুরে আসতে পারে পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকায়৷ প্রাকৃতি এখানে স্বর্গসুন্দরী৷ আর সেখানকার মহিলারা চিরযুবতী৷ তার প্রভাব আপনার উপরেও পড়তে বাধ্য! তবে শুধু মহিলারা নয়৷ ৯০ বছর বয়সেও ফুটফুটে সন্তানের জন্মদিয়ে

যৌবন ধরে রাখতে হতছানি দিচ্ছে এই উপত্যকায়

পাকিস্তান : সৌন্দর্যের ডালি সাজিয়ে হতছানি দিচ্ছে উপত্যকায়৷ এখানে একবার পা রাখলে যৌবনে মিলতে পারে লোমহর্ষক উত্তেজনা৷ বিশ্বাস না হলে  জীবনে অন্তত একবার ঘুরে আসতে পারে পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার কাছে হানজা উপত্যকায়৷ প্রাকৃতি এখানে স্বর্গসুন্দরী৷ আর সেখানকার মহিলারা চিরযুবতী৷ তার প্রভাব আপনার উপরেও পড়তে বাধ্য!

তবে শুধু মহিলারা নয়৷ ৯০ বছর বয়সেও ফুটফুটে সন্তানের জন্মদিয়ে গর্বিত বাবাও৷ কারণ, এটাই ওই এলাকার জীবনযাত্রা৷ উপত্যকার জনসংখ্যা ৮৭ হাজার৷ গড় আয়ু ১৫০ বছর৷ ১০০ পার পেড়িয়ে বৃদ্ধ-বৃদ্ধারা একেবারে সুস্থ৷ রয়েছে স্বাভাবিক যৌনজীবন৷ সুপার সিক্সটিন মেথডের পিছনে লুকিয়ে রয়েছে রহস্য৷

এই উপত্যকার জীবযাত্রা একেবারে আলাদা৷ ভোর ৫টায় শুরু দিনের প্রথম কাজ৷ খাওয়া-দাওয়ায় বাদবিচারও আছে৷ রাসায়নিক বর্জিত খাঁটি প্রাকৃতিক সম্পদে ঠাসা খাবার তাঁদের চাই চাই৷ শীতে বরফ আবৃত শহরেও ঠান্ডা জলেই স্নান এখানের রীতি৷ চিরযৌবনের রহস্য লুকিয়ে ছাপোসা জীবন ধারাতে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 20 =