ভারতের বিরুদ্ধে বড়সড় বদলা নিল পাকিস্তান! তুঙ্গে সংঘাত

করাচি: হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এবার সেই হুঁশিয়ারির প্রথম পদক্ষেপ হিসাবে বড়সড় সিদ্ধান্ত নিল পাক সরকার৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কাশ্মীর ইস্যুতে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান৷ একই সঙ্গে ভারতের জন্য পাক আকাশসীমাও বন্ধ করে দিয়েছে পাকিস্তান৷ আকাশ ও রেল পথ বন্ধ করে দিল্লির ওপর বদলা নিতেই পাকিস্তানের এই পদক্ষেপ বলে

ভারতের বিরুদ্ধে বড়সড় বদলা নিল পাকিস্তান! তুঙ্গে সংঘাত

করাচি: হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ এবার সেই হুঁশিয়ারির প্রথম পদক্ষেপ হিসাবে বড়সড় সিদ্ধান্ত নিল পাক সরকার৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, কাশ্মীর ইস্যুতে সমঝোতা এক্সপ্রেস বন্ধ করে দিয়েছে পাকিস্তান৷ একই সঙ্গে ভারতের জন্য পাক আকাশসীমাও বন্ধ করে দিয়েছে পাকিস্তান৷ আকাশ ও রেল পথ বন্ধ করে  দিল্লির ওপর বদলা নিতেই পাকিস্তানের এই পদক্ষেপ বলে জানিয়েছে ইসলামাবাদ৷ পুলওয়ামা হামলা পরবর্তী সময়ে গত ২৭ ফেব্রুয়ারি সমঝোতা এক্সপ্রেস আটকে দেয় পাকিস্তান৷ লাহৌর থেকে দিল্লি আসার আগেই যাত্রা বাতিল করা হয়৷ যাত্রীদের লাহৌর স্টেশনেই আসতে বারণ করে পাকিস্তান৷ পরে, পরিষেবা চালু হলেও ফের তা বন্ধ করল পাকিস্তান৷

কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর ভারতের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে ইসলামাবাদ৷ ভারতের হাইকমিশনকে ভারতে পাঠানোর নির্দেশ পাক প্রশাসনের৷ ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার প্রস্তুতি পাক প্রশাসনের৷ আগামী ১৫ আগস্ট কাশ্মীর ইস্যুকে ‘কালাদিবস’ পালনের ডাক পাক সরকারের৷ আন্তর্জাতিক মঞ্চে ভারত বিরোধী প্রচারের সিদ্ধান্ত পাক প্রধানমন্ত্রীর৷ নিরাপত্তা পরিষদে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে তুলবে বলে দেওয়া হয়েছে হুঁশিয়ারি৷ পাকিস্তানের তরফে এহেন হুমকি দিয়ে দেওয়ার পর ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে কড়া বিবৃতি জারি করা হয়েছে৷

পাক সরকারের মাথাব্যাথার প্রসঙ্গ তুলে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ ৩৭০ ধারা নিয়ে সিদ্ধান্ত ভারতের অভ্যন্তরীণ বিষয়৷ এক্ষেত্রে পাকিস্তানের হস্তক্ষেপের চেষ্টা সফল হবে না৷ কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য পাকিস্তানকে অনুরোধ করা৷ এই নিয়ে পাকিস্তান বেশি উৎসাহ দেখালে তার ফল খারাপ হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে৷ ভারত চাই না, কাশ্মীর নিয়ে কোনও পক্ষ নাকা গলাক৷ বিষয়টি ভারতের অভ্যন্তরীণ বিষয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − two =