সোমবার ভোট, আঁটোসাঁটো নিরাপত্তা

কলকাতা: সোমবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ কেন্দ্রে। এখনও পর্যন্ত রাজ্যের ১৮টি আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে চারটি দফায়। বাকি তিনটি দফায় আরও ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে প্রায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। যার জন্য মোতায়েন করা হবে

5e1f9e969c5ae62f30ba81cc96f34f8d

সোমবার ভোট, আঁটোসাঁটো নিরাপত্তা

কলকাতা: সোমবার রাজ্যে পঞ্চম দফার নির্বাচন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ কেন্দ্রে। এখনও পর্যন্ত রাজ্যের ১৮টি আসনে ভোটগ্রহণ হয়ে গিয়েছে চারটি দফায়। বাকি তিনটি দফায় আরও ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে।

অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে প্রায় ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। যার জন্য মোতায়েন করা হবে মোট ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পঞ্চম দফায় বুথের সংখ্যা ১৩,২৯০টি। সাতটি কেন্দ্রের প্রায় ১০০ শতাংশ বুথে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। পঞ্চম দফায় প্রতিটি পোলিং বুথেই ভিভিপ্যাট ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *