কলকাতা: তাঁর পেশা নিয়ে বিতর্ক আছে। তিনি নিজেই এই বিষয়ে হলফনামায় লিখেছেন ‘সাব জুরিস’৷ আগতে তা হবে সাব জুডিস৷ কিন্তু যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজরার শিক্ষাগত যোগ্যতার সময়কাল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
বিজেপি প্রার্থীর দু’বারের হলফনামায় ‘ডক্টরেট’ ডিগ্রির সময়কাল দু’রকম দেখা গিয়েছে৷ ২০১৪’তে অনুপম হাজরা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন বোলপুর কেন্দ্রে। তিনি সাংসদও হন। সেবার প্রার্থী হওয়ার আগে নির্বাচন কমিশনের কাছে হলফনামার ১০নং পয়েন্টে শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত বিষয়ে জানান, ‘ডক্টর অব ফিলোজফি ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম আসাম ইউনিভার্সিটি(সেন্ট্রাল) ইন ২০১৩।’ অর্থাৎ তিনি ডক্টরেট হয়েছেন ‘ফিলোজফি ইন সোশ্যাল ওয়ার্ক’-এ। ডক্টরেট হয়েছিলেন ২০১৩’তে।
এবার লোকসভা নির্বাচনে তিনি বিজেপি’র প্রার্থী। এই এপ্রিলে নিয়ম মাফিক তিনি ফের হলফনামা জমা দিয়েছেন। এবারের হলফনামার সেই ১০ নম্বর পয়েন্টে নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে অনুপম হাজরা লিখেছেন, ‘ডক্টর অব ফিলোজফি ইন সোশ্যাল ওয়ার্ক ফ্রম আসাম ইউনিভার্সিটি(সেন্ট্রাল) ইন ২০১৭।’ ওই লেখাটির পাশে অনুপম হাজরা অনুমোদন জানিয়ে সইও করেছেন৷
প্রশ্ন উঠছে, তাহলে কী দল বদলের সঙ্গে সঙ্গে ‘ডক্টরেট’ পাওয়ার বছরও বদলে গেল?