তৃণমূল নেতাদের চিহ্নিত করে খুনের নির্দেশ বিজেপি নেতার

বোলপুর: এবার বীরভূম বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে খুনের হুমকি। তৃণমূল নেতাদের চিহ্নিত করে খুনের নির্দেশ বিজেপি নেতার। বিজেপি হেরে যাবে জেনেই সন্ত্রাসের পথে হাঁটছে, কমিশনে নালিশ জানাব, পাল্টা তৃণমূল। আত্মরক্ষার স্বার্থে নির্দেশ দিয়েছি, সমালোচনার মুখে ব্যাখ্যা বীরভূম বিজেপির সহ সভাপতির। এদিন গ্রামে ঢুকে বিজেপির মহিলা সমর্থকদের দিলীপ ঘোষ বলেন, ‘‘যারা গন্ডোগোল করছে, তাদের

তৃণমূল নেতাদের চিহ্নিত করে খুনের নির্দেশ বিজেপি নেতার

বোলপুর: এবার বীরভূম বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষের মুখে খুনের হুমকি। তৃণমূল নেতাদের চিহ্নিত করে খুনের নির্দেশ বিজেপি নেতার। বিজেপি হেরে যাবে জেনেই সন্ত্রাসের পথে হাঁটছে, কমিশনে নালিশ জানাব, পাল্টা তৃণমূল। আত্মরক্ষার স্বার্থে নির্দেশ দিয়েছি, সমালোচনার মুখে ব্যাখ্যা বীরভূম বিজেপির সহ সভাপতির।

এদিন গ্রামে ঢুকে বিজেপির মহিলা সমর্থকদের দিলীপ ঘোষ বলেন, ‘‘যারা গন্ডোগোল করছে, তাদের দেখে রাখো৷ সবাই এক হয়ে থাক৷ আপনারা কিছু করবেন না৷ ওরা যদি আক্রমণ করে, যা বললাম মাথায় রাখুন৷ ব্যাকে পাথর রাখুন৷ সবার ব্যাগে গোলা থাকবে৷ গোলা ছুড়বেন, আর চিৎকার করবেন৷ মার মার মার…’’

পরে, সংবাদমাধ্যমে বলেন, ‘‘নিজেকে রক্ষা করা অধিকার সবার আছে৷ গ্রামে যখন পরিকল্পিত আক্রমণ হচ্ছে, তখন আমি নির্দেশ দিয়েছি, ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তোলার৷ পাশাপাশি পুলিশকে খবর দেওয়ার৷ মহিলাদের হুমকি দিচ্ছে, তুলে নিয়ে যাওয়ার৷ তাঁদের বেদম পিটিয়েছে৷ তো পুলিশ না পৌঁছনো পর্যন্ত দুষ্কৃতীদের হাতে মহিলাদের তুলে দেওয়া হবে? সেই জন্যই আমি প্রতিরোধ গড়ার ডাক দিয়েছি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 3 =