শ্রীরামপুরে ভোটারদের কোল্ডড্রিংকস খাইয়ে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আজ বিকেল: শ্রীরামপুরে ভোটারদের কোলড্রিংকস খাইয়ে প্রভাবিত করার অভিযোগ। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিয়োগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের পালটা সাফাই গরমে তৃষ্ণা মেটাতেই ভোটারদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, বড় ড্রাম ভর্তি কোলড্রিংকস নিয়ে রাস্তাতেই দাড়িয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা। একে একে ভোটাররা সেদিকে এগোতেই হাতে তুলে দেওয়া হচ্ছে কোলড্রিংকসের বোতল।

শ্রীরামপুরে ভোটারদের কোল্ডড্রিংকস খাইয়ে প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আজ বিকেল: শ্রীরামপুরে ভোটারদের কোলড্রিংকস খাইয়ে প্রভাবিত করার অভিযোগ। অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিয়োগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের পালটা সাফাই গরমে তৃষ্ণা মেটাতেই ভোটারদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে।

জানা গিয়েছে, বড় ড্রাম ভর্তি কোলড্রিংকস নিয়ে রাস্তাতেই দাড়িয়ে তৃণমূলের কর্মী সমর্থকরা। একে একে ভোটাররা সেদিকে এগোতেই হাতে তুলে দেওয়া হচ্ছে কোলড্রিংকসের বোতল। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সরব বিরোধীরা।

পঞ্চম দফার ভোট শুরু হতে না হতেই ফের শুরু গন্ডগোল। বারাকপুরের মোহনপুরে বিজেপি নেতা অর্জুন সিংয়ের মুখ ফাটিয়ে দিল পুলিশ। অভিযোগ, তৃণমূলের পোলিং এজেন্ট বিজেপি প্রার্থীকে বুথে ঠুকতে দেননি। গাইঘাটার উদয় নারায়ণপুরে বিজেপি তৃণমূলের সংঘর্ষ, গন্ডগোল দত্তর ২৪ পরগণার কাশেমপাড়ায়। বীজপুরে মক পোল বন্ধ না হওয়ায় ফের নতুন করে ভোট দিলেন ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =