‘কাকিমা… ১ নম্বরে’, ভোটারদের নির্দেশ তৃণমূল ছাত্র নেতার

কোথাও চলছে বুথের মধ্যে দেদার ছাপ্পা, কোথায় আবার বুথে বাইরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ৷ পঞ্চম দফার নির্বাচনে ৭ কেন্দ্রের প্রতিবুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হলেও ভোট লুটের অভিযোগ৷ বুথের ঢুকে সরাসরি ভোটারদের নির্দেশ দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে৷ অভিযোগ, সরাসরি ভোটারদের প্রার্থীর নম্বর জানিয়ে তৃণমূলের হয়ে ভোট দেওয়া নির্দেশ তারকেশ্বরে৷ নস্করপুরের ১১০ নম্বর

8850e054ef1fe56bcb5ee7c092eb2be7

‘কাকিমা… ১ নম্বরে’, ভোটারদের নির্দেশ তৃণমূল ছাত্র নেতার

কোথাও চলছে বুথের মধ্যে দেদার ছাপ্পা, কোথায় আবার বুথে বাইরে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ৷ পঞ্চম দফার নির্বাচনে ৭ কেন্দ্রের প্রতিবুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো হলেও ভোট লুটের অভিযোগ৷ বুথের ঢুকে সরাসরি ভোটারদের নির্দেশ দেওয়ার অভিযোগ তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে৷

অভিযোগ, সরাসরি ভোটারদের প্রার্থীর নম্বর জানিয়ে তৃণমূলের হয়ে ভোট দেওয়া নির্দেশ তারকেশ্বরে৷ নস্করপুরের ১১০ নম্বর বুথের বাইরে ভোটারদের স্লিপ দেখিয়ে তৃণমূল ছাত্র নেতা মহারাজ নাগের নির্দেশ, ‘‘কাকিমা… ১ নম্বরে৷’’ তবে, শুধু ভোটারদের নির্দেশ দিয়েই খান্ত থাকেননি এই তৃণমূল নেতা৷ বুথে ঢুকে অন্যের হয়ে ইভিএমে বোতাম চাপার অভিযোগ ওই তৃণমূল নেতার বিরুদ্ধে৷ সংবাদ মাধ্যমের ক্যামেরার সাইনেও অবাধে চলে ছাপ্পা ভোটের প্রক্রিয়া৷

সংবাদমাধ্যে এই ঘটনা প্রকাশ পেতেই নড়চড়ে বসে নির্বাচন কমিশন৷ তারকেশ্বরের নস্করপুরের ১১০ নম্বর বুথের মধ্যে ও বাইরে তৃণমূল নেতার দাপট দেখাও কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে প্রিজাইডিং অফিসারকে অপসারণ করার নির্দেশ কমিশনের৷ নতুন প্রিজাইডিং অফিসারের সামনেও যে একই ঘটনা ঘটনানো হবে না, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী শিবির৷

‘কাকিমা… ১ নম্বরে’, ভোটারদের নির্দেশ তৃণমূল ছাত্র নেতারঅন্যদিকে, জাঙ্গিপাড়ার ২০০, ২৭১, ২৭২ এবং জাঙ্গিপাড়ার সাওড়াবেরিয়ার ১৯২ এবং ১৯৩ নম্বর বুথ দখলের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জঙ্গিপাড়ার দিঙ্গলহাটি ২০০ নম্বর বুথ থেকে সমস্ত বিরোধী দলের এজেন্টদের বার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। উদয়নারায়ণপুরে বিজেপি সভাপতির বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ ভোট দিতে গেলে পা ভেঙে দেওয়ার ও খুনের হুমকিও দেওয়া হয় তাঁকে৷ ভয়ে সারা রাত ঘুমতে পারেননি তাঁরা৷

হাওড়ার মহাকালী বালিকা বিদ্যালয়ের ১৫৬ নম্বর বুথে কোনও বিরোধী এজেন্টদের মেরে তাড়িয়ে দেওয়ার অভিযোগ৷ নদিয়ার কল্যাণীর গয়েশপুরের ২২৭ নম্বর বুথে মহিলা ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে৷ হাওড়ার ধাপার মাঠের কাছে পুলিশকে মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে৷

হুগলির পান্ডুয়ার সিমলাগড়ের পাটরা প্রাথমিক বিদ্যালয়ের ১০৪ ও ১০৫ নম্বর বুথে ভোটারদের নকুলদানা, ছোলা, জল, মুড়ি ও চা বিতরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ খানাকুলে তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্য বচসায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে৷ বিজেপি-তৃণমূল সংঘর্ষে বনগাঁর গাইঘাটার ১২৮ নম্বর বুথে উত্তেজনা৷ ধনিয়াখালির ১১৮ নম্বর বুথে বিজেপি এজেন্টকে হুমকি দিয়ে তুলে দেওয়ার অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের৷ হাওড়ার উলুবেড়িয়ার মাতাপাড়ার ২৫২ ও ২৫৩ নম্বর বুথে ভোটদানে বাধা দেওয়া অভিযোগ৷ নদিয়ার কল্যাণীর গয়েশপুরে সিপিএম কর্মীদের ভোটদানে বাধা ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷ হাওড়ার কাশমলির ১৩৭ নম্বর বুথে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ৷ খানাকুলের রাজহাটি ১ অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর সামনেই একাধিক বুথ থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷  বনগাঁর স্বরূপনগরে ১৮৪ ও ১৮৫ নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *