‘আপনি চোর’, রাষ্ট্রসংঘে পাক প্রতিনিধির হাটে হাঁড়ি ভাঙালেন পাক নাগরিক, ভিডিও

ওয়াশিংটন: ঘরে বাইরে এবার প্রবল চাপের মুখে পাকিস্তান৷ পাক সরকারের অস্বস্তি বাড়িয়ে রাষ্ট্রসংঘে পাক মহিলা প্রতিনিধির হাটে হাঁড়ি ভাঙালেন পাক নাগরিক৷ নিউইয়র্কে এক অনুষ্ঠানে সর্বসমক্ষে পাক প্রতিনিধিকে চোর করে কটাক্ষ পাক নাগরিকের৷ জনৈক পাক নাগরিকের প্রশ্ন শুনে পালাতে শুরু করেন ওই পাকিস্তানি মহিলা৷ গোটা ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ জানা গিয়েছে, সোমবার নিউইয়র্কে এক

‘আপনি চোর’, রাষ্ট্রসংঘে পাক প্রতিনিধির হাটে হাঁড়ি ভাঙালেন পাক নাগরিক, ভিডিও

ওয়াশিংটন: ঘরে বাইরে এবার প্রবল চাপের মুখে পাকিস্তান৷ পাক সরকারের অস্বস্তি বাড়িয়ে রাষ্ট্রসংঘে পাক মহিলা প্রতিনিধির হাটে হাঁড়ি ভাঙালেন পাক নাগরিক৷ নিউইয়র্কে এক অনুষ্ঠানে সর্বসমক্ষে পাক প্রতিনিধিকে চোর করে কটাক্ষ পাক নাগরিকের৷ জনৈক পাক নাগরিকের প্রশ্ন শুনে পালাতে শুরু করেন ওই পাকিস্তানি মহিলা৷ গোটা ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

জানা গিয়েছে, সোমবার নিউইয়র্কে এক অনুষ্ঠানে হাজির হন রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মলিহা লোধি৷ সেই অনুষ্ঠানে ছিলেব জনৈক এক পাক নাগরিক৷ অনুষ্ঠানে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি দেখে সরাসরি মলিহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন ওই ব্যক্তি৷ প্রশ্নের মুখে অস্বস্তিতে পড়েন ওই মহিলা৷ পালাতে দেখা যায় ভাইরাল ভিডিওতে৷

সেখানে এক ব্যক্তিতে বলে শোনা যাচ্ছে, ‘‘আমার আপনাকে একটা প্রশ্ন আছে৷ আপনি কি করছেন? গত ১০-১৫ দিন ধরে আপনি কি করছেন? আপনি আমাদের প্রতিনিধি৷ যা জিজ্ঞাসা করছি তো বেআইনি নয়৷ আমার প্রশ্নের থেকে আপনি পার পারেন না৷ আপনি টাকা চুরি করেছেন৷ আপনারা চোর৷ কুড়ি বছর ধরে চুরি করে চলেছেন। আপনারা সবাই এক একটা চোর৷ পাকিস্তানের প্রতিনিধি হওয়ার যোগ্যতা আপনাদের নেই৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − six =