তৃণমূল প্রার্থী প্রসূনকে ফেলে পেটাল কেন্দ্রীয় বাহিনী

হাওড়া: বিজেপির পরে তৃণমূল। পঞ্চমদফা নির্বাচনে ফের আক্রান্ত প্রার্থী। হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। অভিযোগ, হাওড়ার লিটিকুরি মুক্তরাম স্কুলে বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করছিল আধাসেনা। এর প্রতিবাদ করেই বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী। বচসা চলাকালীন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হয়

তৃণমূল প্রার্থী প্রসূনকে ফেলে পেটাল কেন্দ্রীয় বাহিনী

হাওড়া: বিজেপির পরে তৃণমূল। পঞ্চমদফা নির্বাচনে ফের আক্রান্ত প্রার্থী। হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।

তৃণমূল প্রার্থী প্রসূনকে ফেলে পেটাল কেন্দ্রীয় বাহিনীঅভিযোগ, হাওড়ার লিটিকুরি মুক্তরাম স্কুলে বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করছিল আধাসেনা। এর প্রতিবাদ করেই বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল প্রার্থী। বচসা চলাকালীন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মারধর করা হয় বলে অভিযোগ।

তৃণমূল কর্মী, সমর্থকদের অভিযোগ, তাঁদের পোলিং এজেন্টদের কার্ড ছিঁড়ে ফেলে হয়। বের করে দেওয়া হয়। মহিলাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। ‘গো ব্যাক সিআরপিএফ’ স্লোগান দিতে থাকেন শাসকদলের কর্মীরা। এরপরই বুথ থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। পরিস্থিতি মোকাবিলায় লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 16 =