কলকাতা: পুরুলিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভাকে ঘিরে জটিলতা। রায়বাঘিনী এলাকায় প্রধানমন্ত্রীর সভাস্থলের ওই একই মাঠে ৯ মে সভা করার জন্য আবেদন জানিয়েছে তৃণমূল কংগ্রেসও৷
তবে বিজেপির দাবি, তাঁরা মাঠের জন্য সৈনিক স্কুলের কাছ থেকে এনওসি নিয়েছে। ফলে জেলা শাসক অনুমতি দিতে বাধ্য। অনুমতি না দিলে আগামীকাল থেকে পুরুলিয়া স্তব্ধ করে দেওয়া হবে বলেও হুমকি দিয়েছেন বিজেপি কর্মী-নেতারা। অন্যদিকে তৃণমূলের দাবি, ওই জমি রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের। সেখান থেকেই এনওসি নিয়েছে তৃণমূল।