ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট, হাঁসফাঁস গরমে চূড়ান্ত ভোগান্তি

কলকাতা: ফের মেট্রো বিভ্রাটে থমকে গেল শহরের লাইফ লাইন৷ আজ সকাল সাড়ে ১০টা নাগাদ যতীন দাস পার্কে বিদ্যুৎ বিভ্রাটের জন্য থমকে যায় আপ ও ডাইন লাইনের মেট্রো চলাচল৷ আটকে পড়া রেক থেকে যাত্রীদের সুরক্ষিত ভাবে স্টেশনে নিয়ে আনা হয়৷ বুধবার সকালের এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ হাঁসফাঁস গরমের

ফের অফিস টাইমে মেট্রো বিভ্রাট, হাঁসফাঁস গরমে চূড়ান্ত ভোগান্তি

কলকাতা: ফের মেট্রো বিভ্রাটে থমকে গেল শহরের লাইফ লাইন৷ আজ সকাল সাড়ে ১০টা নাগাদ যতীন দাস পার্কে বিদ্যুৎ বিভ্রাটের জন্য থমকে যায় আপ ও ডাইন লাইনের মেট্রো চলাচল৷ আটকে পড়া রেক থেকে যাত্রীদের সুরক্ষিত ভাবে স্টেশনে নিয়ে আনা হয়৷

বুধবার সকালের এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি৷ হাঁসফাঁস গরমের মধ্যে মেট্রো বিভ্রাটের জেরে চূড়ান্ত ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা৷ পরিস্থিতি সামাল দিতে দমদম থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচলের ভাবনা কর্তৃপক্ষের৷

মেট্রো রেল সূত্রে খবর, আজ সকাল সড়ে ১০টা থেকে ১১ পর্যন্ত বিভ্রাট দেখা দেয়৷ পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়৷ আপাতত পরিষেবা স্বাভাবিকের দিকে এগোচ্ছে বলেও মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − five =