খাস কলকাতায় ছড়াল মাও আতঙ্ক, ভোট ‘লুটেরাদের’ কড়া হুঁশিয়ারি

কলকাতা: জঙ্গলমহল ছাড়িয়ে এবার খাস কলকাতার বুকে ছড়াল মাও আতঙ্ক৷ দিনে-দুপুরে সাঁটানো মাওমাদী পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে কলেজ স্ট্রিট-সহ মধ্য কলকাতার বিভিন্ন অঞ্চলে৷ পোস্টারে সরাসরি ভোট ‘লুটেরাদের’ ঘুম উড়িয়ে শহরের বিভিন্ন প্রান্তে দেওয়া হয়েছে নকশালপন্থী সংগঠনের পোস্টার৷ পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রেসিডেন্সি কলেজের গেট, মেডিক্যাল কলেজ চত্বরসহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় পোস্টার লাগানো হয়েছে৷ ভোট

833e467724371cf3d359989754516dbd

খাস কলকাতায় ছড়াল মাও আতঙ্ক, ভোট ‘লুটেরাদের’ কড়া হুঁশিয়ারি

কলকাতা: জঙ্গলমহল ছাড়িয়ে এবার খাস কলকাতার বুকে ছড়াল মাও আতঙ্ক৷ দিনে-দুপুরে সাঁটানো মাওমাদী পোস্টার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে কলেজ স্ট্রিট-সহ মধ্য কলকাতার বিভিন্ন অঞ্চলে৷ পোস্টারে সরাসরি ভোট ‘লুটেরাদের’ ঘুম উড়িয়ে শহরের বিভিন্ন প্রান্তে দেওয়া হয়েছে নকশালপন্থী সংগঠনের পোস্টার৷

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রেসিডেন্সি কলেজের গেট, মেডিক্যাল কলেজ চত্বরসহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকায় পোস্টার লাগানো হয়েছে৷ ভোট ‘লুটেরাদের’ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ভোট বয়কটেরও ডাক দেওয়া হয়েছে ওই পোস্টারে৷ পোস্টার সাফ জানানো হয়েছে, ‘লুটেরাদের অনুচর নির্বাচিত করার লোকসভা ভোট বয়কট কর৷ জনযুদ্ধে আগে বাড়ো৷’ সিপিআইএমএলের নামে দেওয়া হয়েছে পোস্টার৷ কোন নকশালপন্থী সংগঠন এই পোস্টার লাগিয়েছে, তা এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ৷ বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছে লালবাজার৷

খাস কলকাতায় ছড়াল মাও আতঙ্ক, ভোট ‘লুটেরাদের’ কড়া হুঁশিয়ারিমাওবাদীসহ কয়েকটি নকশালপন্থী গোষ্ঠী নির্বাচন বয়কট করলেও অধিকাংশ নকশালপন্থী সংগঠন সংসদীয় রাজনীতিতে অংশ নিয়েছে৷ এবারের ভোটে সিপিআইএমএল লিবারেশন বিহারে প্রতিদ্বন্দ্বিতা করছে। পশ্চিমবঙ্গেও কৃষ্ণনগর ও হুগলি কেন্দ্রে প্রার্থী দিয়েছে লিবারেশন৷ কিন্তু, তার পরও এই পোস্টার ঘিরে ছড়িয়েছে আতঙ্ক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *