‘সীতা রামের মা’! বেফাঁস মন্তব্য মমতার

আজ বিকেল: একে বিষ্ণু মাতায় রক্ষা নেই তাতে দোসর হয়ে এলেন সীতা মা, হ্যাঁ ঠিকই ধরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। বৈশাখের তাপপ্রবাহ তুচ্ছ করে পুরুলিয়ার জনসভায় তিনি তেড়েফুঁড়ে বিজেপিকে আক্রমণ করলেন। আবার বেফাঁস মন্তব্য, বললেন ভোট এলেই বিজেপি রামকে বার বার স্মরণ করে। সীতা জানতে চাইলেন কেন কেন, তার উত্তরেই স্ত্রীকে সীতা মাইয়া

‘সীতা রামের মা’! বেফাঁস মন্তব্য মমতার

আজ বিকেল: একে বিষ্ণু মাতায় রক্ষা নেই তাতে দোসর হয়ে এলেন সীতা মা, হ্যাঁ ঠিকই ধরেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছি। বৈশাখের তাপপ্রবাহ তুচ্ছ করে পুরুলিয়ার জনসভায় তিনি তেড়েফুঁড়ে বিজেপিকে আক্রমণ করলেন। আবার বেফাঁস মন্তব্য, বললেন ভোট এলেই বিজেপি রামকে বার বার স্মরণ করে। সীতা জানতে চাইলেন কেন কেন, তার উত্তরেই স্ত্রীকে সীতা মাইয়া বলে সম্বোধন করেন রাম। এদিন পুরুলিয়ার জনসভাতে তৃণমূলনেত্রীর করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফের সমালোচনার ঝড় উঠেছে।

কোটশিলার জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “ইলেকশন এলেই রামচন্দ্র সীতামাইয়াকে ডাকে। ডেকে বলে, সীতা মা সীতা মা আমার মনে হচ্ছে ভারতবর্ষে ভোট এসে গেছে। তখন সীতা বলে, কেন? কেন? তখন রাম বলে, দেখছো না বিজেপি আমার নাম স্মরণ করছে। পাঁচ বছর করে না। ভোট এলেই রামনাম সত্য হ্যায় আর রামনাম জিন্দাবাদ করে।”

তবে দিনের শেষে অতীতের ‘বিষ্ণুমাতার’ মতোই সীতাকে রামচন্দ্রের মা বলে সম্বোধন করা নিয়েই হই হই পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এক বিজেপি নেতার কথায়, “মুখ্যমন্ত্রীর চোখেমুখে দুশ্চিন্তা স্পষ্ট। তাই রাম আর রামকৃষ্ণ গুলিয়ে ফেলেছেন।” তাঁর কথায়, “ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ সারদামাকে মা বলে সম্বধন করতেন বলে শুনেছি। কিন্তু রামচন্দ্র সীতাকে সীতা মা বলে ডাকেন এটা শুনিনি।”

তৃণমূলনেত্রী আদিবাসী ভাইবোনদের উদ্দেশে বলেন, মারাংবুরুর জায়গায় তাঁরা নিশ্চই বাইরের কাউকে বসাবেন না। তাহলে তিনি কেন দুর্গা, কালী, শিবে ছেড়ে রামের নাম জপ করবেন। এদিকে ততক্ষণে সীতামাইয়াকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিজেপি। নিন্দুকরা বলছে, গরমে অস্থির হয়েই ভুল বকছেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − one =