মোদিকে ইতিহাসের হোমওয়ার্ক নেওয়ার আহ্বান মমতার

বাঁকুড়া: ফের নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বাঁকুড়ার তামলির নির্বাচনী সভা থেকে মোদিকে সরাসরি ইতিহাস বই নিয়ে বসার আহ্বান জানালেন মমতা৷ মোদির হোমওয়ার্ক কেমন তাও দেখে চান বলেও কটাক্ষ করেন মমতা৷ বলেন, ‘‘মিথ্যা কথা বলার আগে ১০বার ভাববেন৷ প্রধানমন্ত্রীর মিথ্যা কথা বলার শোভা পাই না৷ আমি তথ্য দিয়ে

73b43ea188aea8681acf508c9f50cb0b

মোদিকে ইতিহাসের হোমওয়ার্ক নেওয়ার আহ্বান মমতার

বাঁকুড়া: ফের নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় তুলে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার বাঁকুড়ার তামলির নির্বাচনী সভা থেকে মোদিকে সরাসরি ইতিহাস বই নিয়ে বসার আহ্বান জানালেন মমতা৷ মোদির হোমওয়ার্ক কেমন তাও দেখে চান বলেও কটাক্ষ করেন মমতা৷

বলেন, ‘‘মিথ্যা কথা বলার আগে ১০বার ভাববেন৷ প্রধানমন্ত্রীর মিথ্যা কথা বলার শোভা পাই না৷ আমি তথ্য দিয়ে সব কথা বলি৷ আপনাকে আবার চ্যালেঞ্জ করছি৷ আপনার যদি হোমওয়ার্ক করা না থাকে, একদিন ভারতের ইতিহাস নিয়ে বসবেন৷ আমিও বসব, আপনিও বসেন৷ কাগজ লাগবে না, টেলিপ্রিন্টার লাগবে না৷ আমি দেখতে চাই, কে কোথায় হারে, কে কোথায় জেতে৷ শুধ ভয় দেখানো৷ অফিসারকে ভয় দেখানো৷ পুলিশকে ধমকানো৷’’

গোরু পাচার সহ বিজেপির মাফিয়া কারবারের পর্দাফাঁস করার হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী৷ কয়লা মাফিয়ার সঙ্গে তৃণমূলের যোগাযোগ প্রমাণ করতে পারে ৪২ কেন্দ্রে প্রার্থী তুলে নেওয়ার চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ আর তা পারলে মোদিকে প্রকাশ্যে ১০০ বার কান ধরে ওঠবোস করানো হবে৷

বাঁকুড়ার তামলির নির্বাচনী সভা থেকে বলেন, ‘‘এটা আমার ভোট নয়, আপনার কৈফিয়ত দেওয়ার সময়৷ মোদি বাংলায় এসে বলছে, তৃণমূল প্রার্থীরা কয়লা মাফিসা৷ আমি চ্যালেঞ্জ করে বলছি, একজন তৃণমূল প্রার্থী কয়লা মাফিসা প্রমাণ করলে, সব প্রার্থী ফিরিয়ে নেব৷ উনি মিথ্যা বললে, কান ধরে ১০০বার ওঠবোস করতে হবে৷’’

নরেন্দ্র মোদিকে পাল্টা চ্যালেঞ্জ মমতার৷ বলেন, ‘‘গোরু প্রচারের প্রমাণ রয়েছে পেন ড্রাইভে৷ বিজেপির কুর্কীর্তির প্রমাণের পেন ড্রাইভ আছে আমার কাছে৷ ওটা যদি আমি ফাঁস করে দেব৷’’গুজরাট দাঙ্গা প্রসঙ্গে মমতার জবাব, ‘‘গুজরাটে মোদি যখন ছিলেন, তখন হয়েছে অনেক কেলেঙ্কারি৷ পুলিশকে ভয় দেখিয়ে গুজরাট দাঙ্গার মতো সব মামলায় ক্লিনচিট পেয়েছেন৷’’

ভোটে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেন, ‘‘গুজরাটে লোক মারেন দাঙ্গা করতে৷ কত কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন সেখানে? উত্তরপ্রদেশ-মহারাষ্ট্রে কত কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন? আমি জানতে চাই৷’’ মোদির সভার অনুমতি নিয়ে মমতার মন্তব্য, ‘‘মোদি বলছেন, এখানে মিটিং করতে দেওয়া হয় না৷ অনুমতি ছাড়াই গায়ের জোরে মিটিং করছেন৷’’ ভোটের নির্ঘণ্ট নিয়ে মমতার ক্ষোভ, ‘‘নরেন্দ্র মোদি নিজের সুবিধার জন্য ভোট সাজিয়েছেন৷ সাধারণ মানুষের কষ্ট দিয়ে বানিয়েছেন ভোট সূচি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *