মোদির সভায় বিশৃঙ্খলা, কড়া জবাব মমতার

পুরুলিয়া: মোদির সভায় বিশৃঙ্খলা। বসার জায়গা না পেয়ে চেয়ার ও জলের বোতল ছোড়ে উপস্থিত জনতা। এরপর পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এসপিজি ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সামনে রাজ্য পুলিশকে লক্ষ্য করে চেয়ার ও জলের বোতল ছুড়েছে বিজেপি কর্মীরা। এরপরই তৃণমূল সুপ্রিমোর খোঁচা, যে একটা

6aa1c1a163ecb5790ead75f1846c5db0

মোদির সভায় বিশৃঙ্খলা, কড়া জবাব মমতার

পুরুলিয়া: মোদির সভায় বিশৃঙ্খলা। বসার জায়গা না পেয়ে চেয়ার ও জলের বোতল ছোড়ে উপস্থিত জনতা। এরপর পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এসপিজি ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সামনে রাজ্য পুলিশকে লক্ষ্য করে চেয়ার ও জলের বোতল ছুড়েছে বিজেপি কর্মীরা। এরপরই তৃণমূল সুপ্রিমোর খোঁচা, যে একটা সভা পরিচালনা করতে পারে না, সে কী করে দেশ পরিচালনা করবে?

ফের মোদির সভায় চূড়ান্ত বিশৃঙ্খলা৷ জলের বোতল ছুড়ে পুলিশের উপর হামলার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে৷ হামলার ঘটনায় দু’জন পুলিশ কর্মী চোট পেয়েছেন বলে খবর৷

মোদির সভায় বিশৃঙ্খলা, কড়া জবাব মমতারঅভিযোগ, সভামঞ্চে নেতাদের ঠিকঠাক দেখতে না পেয়ে এদিন মারমুখী হয়ে ওঠেন বিজেপির কর্মী-সমর্থকরা৷ একে অপরের উপর চেয়ার ছুড়তে থাকে৷ ভিড়ের চাপে বাঁশের ব্যারিকেডও ভেঙে যায়৷ মোদিকে দেখতে সভাস্থলের কাছে আসার চেষ্টা করেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ শুরু হয় হুড়োহুড়ি৷ এরপরই পুলিশ কর্মীদের লক্ষ্য করে জলের বোতল, ইট বৃষ্টি শুরু হয়৷ পরে, মঞ্চ থেকে সমর্থকদের শান্ত হতে নির্দেশ দেওয়া হয়৷ পরে, পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *