মহম্মদ শামিকে অর্জুন পুরস্কারের জন্য নাম সুপারিশ বোর্ডের

নয়াদিল্লি: ব্যক্তিগত জীবনের বিতর্ক দূরে সরিয়ে সাফল্যের শীর্ষে মহম্মদ শামি৷ আর তারই ফলস্বরূপ অর্জুন পুরস্কারের জন্য মহম্মদ শামির নাম সুপারিশ করল বিসিসিআই৷ শামি ছাড়াও জসপ্রিত বুমরা, রবীন্দ্র জাদেজা ও পুনম যাদবের নাম প্রস্তাব করা হয়েছে বোর্ডের তরফে৷ গত বছর ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভান দুই ক্রিকেটার শিখর ধবন ও স্মৃতি মন্ধনার নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তব

6f0a1c8eac3b11c3153a4926bd896cbe

মহম্মদ শামিকে অর্জুন পুরস্কারের জন্য নাম সুপারিশ বোর্ডের

নয়াদিল্লি: ব্যক্তিগত জীবনের বিতর্ক দূরে সরিয়ে সাফল্যের শীর্ষে মহম্মদ শামি৷ আর তারই ফলস্বরূপ অর্জুন পুরস্কারের জন্য মহম্মদ শামির নাম সুপারিশ করল বিসিসিআই৷ শামি ছাড়াও জসপ্রিত বুমরা, রবীন্দ্র জাদেজা ও পুনম যাদবের নাম প্রস্তাব করা হয়েছে বোর্ডের তরফে৷ গত বছর ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রতিভান দুই ক্রিকেটার শিখর ধবন ও স্মৃতি মন্ধনার নাম অর্জুন পুরস্কারের জন্য প্রস্তব করে বিসিসিআই।

অর্জুন পুরস্কার৷ ক্রীড়া জগতে তাঁদের উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কারটি ভারতীয় ক্রীড়াবিদদের দেওয়া হয়৷ পুরস্কারটি শুরু হয় ১৯৬১ সালে৷ প্রথম পুরস্কার প্রাপক ছিলেন গুর্বাচন সিংহ রান্ধবা৷ ২০১৮ সালে অর্জুন পুরস্কার পেছিলেন, অ্যাথলেটিক্স- নীরজ চোপড়া, জিনসন জনসন – অ্যাথলেটিক্স, হিমা দাস -অ্যাথলেটিক্স, এন সিক্কি রেড্ডি-ব্যাডমিন্টন, সতীশ কুমার-বক্সিং, স্মৃতি মান্ধানা- ক্রিকেট৷ শুভঙ্কর শর্মা- গল্ফ, মনপ্রীত সিং-হকি৷ সবীতা- হকি, রবি রাঠৌর-পোলো, রহি সার্নোবাত-শুটিং, অঙ্কুর মিত্তল-শুটিং, শ্রেয়সী সিং-শুটিং, মনিকা বাত্রা-টেবিল টেনিস, জি সত্যেন-টেবিল টেনিস, রোহন বপান্না-টেনিস, সুমিত-রেসলিং, পুজা কাদিয়ান-উশু,অঙ্কুর ধামা -প্যারা অ্যাথলেটিক্স, মনোজ সরকার-প্যারা ব্যাডমিন্টন৷

২০১৬ সালে ক্রিকেটার অজিঙ্ক রাহানে ও রোহিত শর্মাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়৷ ২০১৫ অর্জুন পুরস্কার পান ধনুর্বিদ্যা বিভাগে সন্দীপ কুমার, নৌচালন বিভাগে স্মরণ সিং, অ্যাথেলিট বিভাগে এমআর পোভাম্মা, বক্সিংয়ে মনদ্বীপ জংরা, ক্রিকেটে রোহিত শর্মা, জিমনাস্টিক বিভাগে দীপা কর্মকার, হকিতে পিআর শ্রীজেশ, ব্যাডমিনটনে কে শ্রীকান্ত, শুটিংয়ে জিতু রাই, ওয়েট লিফটিংয়ে সতীশ কুমার, রেসলিংয়ে বজরঞ্জ এবং ববিতা, প্যারা সুইমিংয়ে শরথ গয়াকৌদ, কবাডিতে মনজিৎ চিল্লর এবং অভিলাশা মাহত্রে, রোলার স্কেটিংয়ে অনুপ কুমার ইয়ামা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *