কলকাতা : কলকাতা নাইট রাইডার্সের গৃহযুদ্ধ এবার প্রকাশ্যে চলে এল। প্রথমে আইপিএলের কলকাতা ফ্র্যানচাইজির অন্যতম ম্যাচ উইনার আন্দ্রে রাসেল মুখ খুলেছিলেন। এবার তাঁর পাল্টা দিলেন দলের অধিনায়ক দীনেশ কার্তিক। তারকা রাসেলের মন্তব্যের জবাবে কেকেআর অধিনায়ক প্রকাশ্যে বলেন, “আইপিএল প্রচণ্ড চাপের খেলা, প্রতিটা ম্যাচই স্নায়ুর পরীক্ষা নিয়ে থাকে। এরমধ্যেই দলের প্রত্যেক ক্রিকেটারের খুটিনাটি বিষয় সহ ফিটনেসের দিকেও নজর রাখতে হয় অধিনায়ককে”। এরপরই তাঁর সাফাই, “এই চাপের মুখে ছোটখাটো বিষয়ে মতান্তরের ঘটনা হতেই পারে। আমি সমস্ত বিষয়ে ওয়াকিবহাল, চেষ্টা করছি যাতে এমন কিছু না ঘটে”।
প্রসঙ্গত, সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে ঘরের মাঠে হারের পরই ক্ষোভে ফেটে পরেন রাসেল। ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে কেকেআর তারকা মাঠের মতোই রুদ্রমুর্তি ধারণ করেন। তিনি বলেন, “দলের ভিতরে পরিবেশটাই নষ্ট হয়ে গিয়েছে, ব্যাটিং অর্ডারে আমাকে আরও আগে নামানো উচিত ছিল”। পরপর টানা ৬ ম্যাচ হেরে এমনিতেই চাপে পরে গিয়েছিল কেকেআর। তার ওপর দলের এক নম্বর খেলোয়ারের মুখে অধিনায়কের সমালোচনা শোনা যাওয়ার পর দলের একাত্মতা নিয়ে প্রশ্ন উঠে যায়। যদিও শেষ ম্যাচে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ানকে হারানোর পর কিছুটা ক্ষত মেরামত হয় শাহরুখের কেকেআর দলের। এখন আইপিএলের যা পরিস্থিতি, পরের দুই ম্যাচ জিতলেও প্লে অফের অঙ্ক রীতিমতো জটিল কলকাতা নাইট রাইডার্সের।