নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে কোন আলোচনা নয়৷ সাফ ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের৷ একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার চেষ্টা করছে পাকিস্তান৷ কিন্তু, বারবার তারা ব্যর্থ হয়েছেন৷ কিন্তু একথা ঠিক, কাশ্মীর ইস্যুতে আমরা আলোচনা চাই, সেটা অবশ্যই পাক অধিকৃত কাশ্মীর৷ ভারতের অভ্যন্তরীণ বিষয় দিয়ে কোনও আলোচনার প্রশ্নই ওঠে না৷ যদি আলোচনা করতেই হয় তাহলে করবো পাক অধিকৃত কাশ্মীর নিয়ে৷
রাজনাথ সিং আরও জানিয়েছেন, কথা হলে হবে শুধুমাত্র পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে৷ অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর ভারতের ফিরিয়ে আনাই এখন কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন রাজনাথ৷ জম্মু কাশ্মীর নিয়ে পাকিস্তানের কোন দাবি যে মানা হবে না তাও কার্যত পরিষ্কার করে দিয়েছেন তিনি।
পাকিস্তানকে আগেই হুঁশিয়ারি দিয়ে রাজনাথ সিং জানিয়েছিলেন, পাকিস্তান যদি সন্ত্রাসে মদত করতে থাকে, ভারতের ওপর আক্রমণ চালানোর প্রস্তুতি নেয়, তাহলে ভারত প্রয়োজনে পরমাণু নীতির বদল করতে বাধ্য হবে৷ ভারতের পরমাণু নীতি যদিও একটু অন্যরকম৷ ভারতের পরমাণু নীতির উল্লেখ করা আছে, ভারত কখনই কোনও শত্রুর বিরুদ্ধে প্রথমে এই অস্ত্র ব্যবহার করবে না। এবার পরমাণু নীতি বদলের হুঁশিয়ারি ও পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনতে রাজনাথের এই মন্তব্যে চূড়ান্ত বিপাকে ইমরান প্রশাসন৷