মাত্র ৪ রানেই অলআউট মহিলা ক্রিকেট দল

কেরল: মাত্র ৪ রানেই অলআউট দল৷ অপরাজিত ব্যাটার-সহ ১১ জনই আউট ০ রানে৷ এমন আজব ক্রিকেট দেখা দেল কেরলের ক্রিকেটে ম্যাচে৷ মলপ্পুরম জেলায় ওয়ানাড়ের বিরুদ্ধে কাসারগোড় অনুর্ধ্ব-১৯ মহিলা দলের সদস্যরা চুড়ান্ত লজ্জার মুখে পড়েছেন৷ অথচ টসে জিতে কাসারগোড়ের অধিনায়িকা আগে বাযট করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ প্রথম দুই ওভারে কোনও রান না উঠলেও দুই গোড়াপত্তনকারী ব্যাটার টিকে

মাত্র ৪ রানেই অলআউট মহিলা ক্রিকেট দল

কেরল: মাত্র ৪ রানেই অলআউট দল৷ অপরাজিত ব্যাটার-সহ ১১ জনই আউট ০ রানে৷ এমন আজব ক্রিকেট দেখা দেল  কেরলের ক্রিকেটে ম্যাচে৷

মলপ্পুরম জেলায় ওয়ানাড়ের বিরুদ্ধে কাসারগোড় অনুর্ধ্ব-১৯ মহিলা দলের সদস্যরা চুড়ান্ত লজ্জার মুখে পড়েছেন৷ অথচ টসে জিতে কাসারগোড়ের অধিনায়িকা আগে বাযট করার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ প্রথম দুই ওভারে কোনও রান না উঠলেও দুই গোড়াপত্তনকারী ব্যাটার টিকে ছিলেন৷ পতনের শুরু তৃতীয় ওভার থেকে। ওই ওভারেই তিন উইকেট পড়ে, আর সেখান থেকেই খালি হাতে প্যাভিলিয়নে ফেরার মিছিল লেগে যায়৷ আরও অদ্ভুত ঘটনা হল ১০ জনের প্রত্যেকেই বোল্ড হয়েছেন৷ ব্যাট থেকে একটিও রান না পেলেও ওয়ানাড় বোলারদেরর বদান্যতায় একেবারে শূন্য স্কোরে শেষ করেনি কাসারগোড়৷ অতিরিক্ত রান হিসেবে ৪টি রান আসে৷ যে রানটা ওয়ানাড় ওপেনাররা এক ওভারেই তুলে দেন৷ এক ইনিংসে দলের সব ব্যাটারই শূন্য রানে আউট হচ্ছেন এবং প্রত্যেকেই বোল্ড – এরকম ঘটনা ক্রিকেট ইতিহাসে সম্ভবত এর আগে ঘটেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =