এবার বিশ্বকাপের মঞ্চে ঝড় তুলবেন দাদা

লন্ডন: আগামী ৩০ মে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হতে চলেছে বিশ্বকাপ৷ ক্রিটেকের মহাযুদ্ধের জন্য ধারাভাষ্যকরদের নাম ঘোষণা করেছে আইসিসি৷ সেই তালিকায় রয়েছেন ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায় ও সঞ্জয় মঞ্জরেকর। ২০১৫ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল ক্লাক বিশ্বকাপ দিয়ে তাঁর ধারাভাষ্যকরের জীবন শুরু করছেন৷ এ ছাড়া থাকছেন নাসির হুসেন, ইয়ান বিশপ, কুমার সঙ্গাকারা, মাইকেল আথরটন, ব্রেন্ডন ম্যাকালাম, গ্রেম স্মিথ

এবার বিশ্বকাপের মঞ্চে ঝড় তুলবেন দাদা

লন্ডন: আগামী ৩০ মে ইংল্যান্ড-ওয়েলসে শুরু হতে চলেছে বিশ্বকাপ৷ ক্রিটেকের মহাযুদ্ধের জন্য ধারাভাষ্যকরদের নাম ঘোষণা করেছে আইসিসি৷ সেই তালিকায় রয়েছেন ভারতের সৌরভ গঙ্গোপাধ্যায় ও সঞ্জয় মঞ্জরেকর। ২০১৫ বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান মাইকেল ক্লাক বিশ্বকাপ দিয়ে তাঁর ধারাভাষ্যকরের জীবন শুরু করছেন৷ এ ছাড়া থাকছেন নাসির হুসেন, ইয়ান বিশপ, কুমার সঙ্গাকারা, মাইকেল আথরটন, ব্রেন্ডন ম্যাকালাম, গ্রেম স্মিথ ও ওয়াসিম আক্রম।

এছাড়া এই তালিকায় রয়েছেন, শন পোলোক, মাইকেএল স্লেটার, মার্ক নিকোলাস, মাইকেল হোল্ডিং, ইসা গুহ, পম্মি এমবাংওয়া, মেলানি জোনস, হর্ষ ভোগলে, সাইমন ডোল, ইয়ান স্মিথ, রামিজ রাজা, অ্যালিসন মিচেল, আথার আলি খান এবং ইয়ান ওয়ার্ড।

জানা গিয়েছে, এবারের ক্রিকেটের বিশ্বযুদ্ধে প্রতিম্যাচে ৩২টি ক্যামেরার সাহায্যে ম্যাচের সম্প্রচার করা হবে৷ তার মধ্যে থাকবে আটটি আলট্রা মোশন হক-আই ক্যামেরা। এ ছাড়া থাকবে ফ্রন্ট ও রিভার্স ভিউ স্টাম্প ক্যামেরা ও স্টাইডারক্যাম৷ এই প্রথম দেখা যাবে ৩৬০ ডিগ্রি রিপ্লে। যেটা অনেক ক্যামেরার থেকে নেওয়া ভিডিওর ফুটেজ দেখে অ্যানালিসিস করতে পারবে৷ লন্ডনের ওভালে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্য ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৯ বিশ্বকাপ ৩০ মে থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =