বিশ্বকাপের আগে হঠাৎ কেন অবসর? জানালেন ডিভিলিয়ার্স

ওয়াশিংটন: হঠাতই সবাইকে চমকে নিজের অবসর ঘোষণা করে দিলেন এবি ডিভিলিয়ার্স৷ গত বছর মে মাসে এই খবর সামনে আসতেই কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। সকলেরই মাথায় তখন একটাই কথা এসেছিল, বিশ্বকাপের ঠিক এক বছর আগে কেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি৷ তখনও তিনি কেরিয়ারের তুঙ্গেই ছিলেন। ১১৪ টেস্ট, ২২৮টি একদিনের ম্যাচ ও ৭৮টি টি২০

বিশ্বকাপের আগে হঠাৎ কেন অবসর? জানালেন ডিভিলিয়ার্স

ওয়াশিংটন: হঠাতই সবাইকে চমকে নিজের অবসর ঘোষণা করে দিলেন এবি ডিভিলিয়ার্স৷ গত বছর মে মাসে এই খবর সামনে আসতেই কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিল ক্রিকেট বিশ্ব। সকলেরই মাথায় তখন একটাই কথা এসেছিল, বিশ্বকাপের ঠিক এক বছর আগে কেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি৷ তখনও তিনি কেরিয়ারের তুঙ্গেই ছিলেন। ১১৪ টেস্ট, ২২৮টি একদিনের ম্যাচ ও ৭৮টি টি২০ আন্তর্জাতিক খেলা বিশ্ব ক্রিকেটের তারকার এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে তেমনভাবে কখনওই জানা যায়নি। কিন্তু তিনি খেলা চালিয়ে গিয়েছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সেখানে তিনি তাঁর সেরা ফর্মই দেখিয়েছেন। যা দেখে অবসরের কারণ সম্পর্কে প্রশ্ন বেড়েছে। শেষ পর্যন্ত বিশ্বকাপের কয়েকদিন আগেই তাঁর অবসরের কারণ খোলসা করেছেন ডিভিলিয়ার্স৷ ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়ন্স’ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, তিনি ২০১৯ বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে ছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেন ক্রমশ তাঁকে অবহেলা করা হচ্ছে।

ডিভিলিয়ার্স বলেন, ‘‘আমি বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে ছিলাম৷ কিন্তু আমি ছেড়ে দিলাম, অবসর নিলাম। পরিস্থিতিটা খুবই সংবেদনশীল ছিল। গত তিন বছরে আমার গায়ে তকমা লেগে গিয়েছিল কখনও আমাকে দলে নেওয়া হবে, কখনও না। আমি বাড়ি ফিরে সমালোচনার মুখেও পড়েছিলাম। সেটাও একটা কারণ৷ অবসর দেওয়াটা এর থেকে বেশি কঠিন ছিল না৷’’ মজা করে বলেন, ‘‘আমি কিন্তু আবার বিশ্বকাপ খেলতে পারি যদি আবার সেই নেওয়া না নেওয়া শুরু হয়। এরকম কিছু একটা করার জন্য আমি মুখিয়ে রয়েছি। কারও পক্ষে ব্রেডের দু’পাশেই বাটার পাওয়া সম্ভব নয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =