নয়াদিল্লি : এই বিশ্বকাপ আগের সবগুলির থেকে কঠিন হতে চলেছে। প্রত্যেকটি দেশই বেশ শক্তিশালী ও দারুণ ভারসাম্যপূর্ণ দল নিয়ে ইংল্যান্ডে এসেছে। বিশ্বকাপ ক্রিকেট শুরুর আগে প্রত্যেকটি দেশের অধিনায়কদের নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি আরও বলেছেন, ইংল্যান্ডের মাটিতে খেলার সবচেয়ে বেশি সুবিধা পাবে জো রুট এবং ইয়ান মর্গ্যানের দলই। কারণ ঘরের মাঠে বিপুল জনসমর্থনের পাশাপাশি এখানকার আবহাওয়ার খামখেয়ালিও তাদের জানা।
কোহলির মতে, এবারের নতুন ফর্ম্যাটের বিশ্বকাপ আরও কঠিন। কারণ রাউন্ড রবিন লিগ হওয়ার জন্য প্রত্যেকটি দেশের সঙ্গেই খেলতে হবে সবাইকে। ফলে টক্কর হবে সমানে সমানে। ইংল্যান্ড অধিনায়ক মর্গ্যানের মুখেও একই কথা, ‘সবকটি দলই উনিশ-বিশ, তাই সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে।’ অস্ট্রেলিয়া অধিনায়ক ফিঞ্চ আবার বেশ ফুরফুরে মেজাজে, কারণ নির্বাসন কাটিয়ে দলে ফিরেছেন ব্যাটিংয়ের দুই বড় ভরসা ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ।