নয়াদিল্লি : দেশে এখন গেরুয়া ঝড়। তা বলে তার প্রভাব ভারতীয় ক্রিকেট দলে পড়বে না? খানিকটা কাকতালীয়ভাবে হলেও পড়েছে গেরুয়া প্রভাব। এবারের বিশ্বকাপে ‘মেন ইন ব্লু’ শুধুই নীল থাকছে না, জার্সিতে গেরুয়া প্রলেপও থাকছে। ব্যাপারটা খোলসা করে বলা যাক, এবারেই আইসিসি নতুন নিয়ম চালু করেছে। ফুটবলের মত হোম ও অ্যাওয়ে ভিত্তিক ম্যাচ।
যেমন ইংল্যান্ড সব ম্যাচই খেলবে ঘরের মাঠে, তাই ইংরেজদের সঙ্গে অন্যান্য দেশকে অ্যাওয়ে জার্সিতে খেলতে হবে। আর ভারতের অ্যাওয়ে জার্সিতে নীলের আধিক্য কমিয়ে গেরুয়া রঙ রাখা হয়েছে বলেই জানিয়েছে বিসিসিআই। জার্সিতে সামনের দিকটা নীল হলেও পিছনে ও হাতায় বেশিরভাগটাই থাকছে গেরুয়া। এখনও পর্যন্ত জানা যাচ্ছে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে এই নীল-গেরুয়া জার্সিতেই মাঠে নামবে কোহলির ‘মেন ইন ব্লু’।